<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটে অভিযান চালিয়ে ১৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। গতকাল সোমবার কোস্ট গার্ড দক্ষিণ জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, দেশের এই অমূল্য সম্পদ রক্ষার্থে ১ নভেম্বর ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সর্বমোট আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রবিবার ১২ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই সব এলাকা থেকে ১৬ হাজার কেজি (৪০০ মণ) জাটকা জব্দ করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>