<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের গুরুদাসপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার শিকার ওই গৃহবধূ উপজেলার চরপিপলা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মুক্তার মোল্লার স্ত্রী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আতিয়া খাতুন (৩০)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার ও আতিয়ার বিয়ে হয় ১২ বছর আগে। বিয়ের পর সচ্ছলতা ফেরাতে বিদেশে চলে যান মুক্তার। স্বামী বিদেশ যাওয়ার দীর্ঘদিন পরে প্রতিবেশী আলতাব আলীর ছেলে রাকিব হোসেনের সঙ্গে আতিয়ার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে আতিয়ার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গালমন্দ করেন। ক্ষোভে-অভিমানে মঙ্গলবার দুপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষপান করেন আতিয়া। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে গভীর রাতে মারা যান আতিয়া। আতিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই প্রেমিক রাকিবও নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরকীয়ার কারণে তাঁদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>