<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে উত্তরের জনজীবনে দুর্ভোগ নিয়ে পৌষের পর এবার মাঘ মাসের আগমন ঘটল। গতকাল বুধবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। দিনের বেশির ভাগ সময় কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। এ বছর পঞ্চগড়ের দরিদ্র মানুষের জন্য এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও পাওয়া গেছে ৪৫ হাজার। জেলার বিপুলসংখ্যক দরিদ্র মানুষের তুলনায় সংখ্যাটি খুবই কম। জীবিকার তাগিদে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই বাইরে বের হতে হচ্ছে। সবচেয়ে কষ্টে পড়েছেন নদীর বালু-পাথর শ্রমিকরা। বেশির ভাগ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসে আরো শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>