অভিনয় নৈপুণ্যে, গ্ল্যামারে মুম্বাই ইন্ডাস্ট্রিতে রানির আসন পেতে বসেছেন আলিয়া ভাট। কয়েক বছর ধরেই চলছে তাঁর জয়জয়কার। তবে সম্প্রতি মুক্তি পাওয়া নতুন ছবি ‘জিগরা’ দিয়ে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না। এ ছবির প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন নিয়মিত।
আলিয়ার মনে বাসা বাঁধল অসুখ
রংবেরং ডেস্ক

আলিয়া জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন সময় আড্ডা কিংবা আলোচনার ফাঁকে অন্যমনষ্ক হয়ে যান তিনি। তাঁর ভাষ্য, “ক্লাসরুমে কিংবা কারো সঙ্গে কথা বলার মাঝে হঠাৎ অন্যমনষ্ক হয়ে যাই আমি।
জীবনে এমন খুব কম সময় গেছে, যে মুহূর্তে আলিয়া পুরোপুরি মনোযোগী ছিলেন। এর মধ্যে অন্যতম হলো একমাত্র কন্যা রাহার সঙ্গে কাটানো সময়। আলিয়া বলেন, ‘ক্যামেরার সামনে আমি সবচেয়ে শান্তিতে থাকি, একেবারে পূর্ণাঙ্গ মনোযোগে। যে চরিত্রে অভিনয় করি, সেটা হয়ে আমি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকি। আর রাহা জন্ম নেওয়ার পর, ওর সঙ্গে কাটানো সময়ে কখনো অন্যমনষ্ক হই না।
সেপ্টেম্বরেও নিজের এ মানসিক রোগ সম্পর্কে জানিয়েছিলেন আলিয়া। তখন তিনি জানান, এক টানা ৪৫ মিনিটের বেশি সময় কোনো চেয়ারে বসে থাকতে পারেন না। মেকআপ নেওয়া, পোশাক পরা সব কিছুই খুব তাড়াহুড়ার মধ্যে করতে হয় তাঁকে।
প্রসংগত, ১১ অক্টোবর মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত, প্রযোজিত ‘জিগরা’। ভারতের বক্স অফিসে ছবিটি চার দিনে শুধু ১৮ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। বসন বালার এ ছবিতে তাঁর সঙ্গে আছেন বেদাং রায়না। আগামীতে আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এতে তাঁর সহশিল্পী রণবির কাপুর ও ভিকি কৌশল। এ ছাড়া যশরাজ ফিল্মসের স্পাই-থ্রিলার ‘আলফা’তেও মুখ্য ভূমিকায় থাকছেন তিনি।
সম্পর্কিত খবর

দ্বিতীয়বারও সফল অপূর্ব-নীহা
রংবেরং প্রতিবেদক

ভালোবাসা দিবসে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নাজনীন নীহা। জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারি’ নাটকটি ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল সে সময়। এরই মধ্যে দুই কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। ফের জাকারিয়া সৌখিনের হাত ধরে এক হলেন অপূর্ব ও নীহা।

অন্তর্জাল
আ রিয়েল পেইন

জেসি আইজেনবার্গের ‘আ রিয়েল পেইন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রশংসা ও সাফল্য উভয়ই পেয়েছিল জুটেছিল বিভিন্ন পুরস্কার। ৩ এপ্রিল এটি এসেছে জিও হটস্টারে। দুই কাজিন ডেভিড ও বেঞ্জির মধ্যে বনিবনা হয় না।

চলচ্চিত্র
স্নেহ

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

টিভি হাইলাইটস

ছাত্রাবাঁশ
এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচারিত হয়। রচনায় মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ প্রমুখ।
ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল
বিবিসি নিউজে দুপুর ১২টা ৫৫ মিনিটে রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ডিসকভারিং দ্য ওয়ার্ল্ড’স টেবিল’। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ঐতিহাসিক সব খাবারের পেছনের গল্প তুলে ধরা হয় এতে। সঙ্গে থাকে স্থানীয়দের কাছ থেকে সেই রান্নার রেসিপি।