<p>গত বছর মুক্তি পেয়েছিল শহিদ কাপুরের সর্বশেষ ছবি ‘তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া’। ছবিতে প্রথমবার জুটি বাঁধেন কৃতি শ্যাননের সঙ্গে। ৭৫ কোটি ব্যয়ে নির্মিত ছবিটি আয় করেছিল ১৩৩ কোটি রুপিরও বেশি। গতকাল প্রকাশিত হয়েছে শহিদের নতুন ছবি ‘দেবা’র টিজার। টিজারে নাচের সঙ্গে শহিদের অ্যাকশন বেশ পছন্দ করেছেন দর্শক। ‘দেবা’তে তিনি পুলিশ অফিসার—আগেই জানা গিয়েছিল। টিজারে পূজা হেগড়েকেও দেখা গেছে এক ঝলক। অনুমান করা হচ্ছে, ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শহিদ, পূজা ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন প্রবেশ রানা, কুব্রা সাইত, পাভেল গুলাটিসহ অনেকে। ৩১ জানুয়ারি মুক্তি পাবে ‘দেবা’। তার আগেই আসবে ট্রেলার, প্রকাশ হবে বলেও জানিয়েছেন নির্মাতা রোশান অ্যান্ড্রুস। ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি বক্স অফিসে ভালো করবে এমনটাই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।</p> <p> </p>