ইনফিনিটি গ্লোবাল অ্যাকসেস এক দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষাসংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদান করছে। আমরা শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ভিসা আবেদন এবং অন্যান্য সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ইতালি, হাঙ্গেরি, লিথুয়ানিয়াসহ নানা দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তথ্য ও সহায়তা প্রদান করি।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনার জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রোবটিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি প্রোগ্রাম অত্যন্ত জনপ্রিয়।
ডেনমার্কে অনেক বিশ্ববিদ্যালয় নন-ইইউ/ইইএ শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে, যার মধ্যে ডেনিশ সরকারের স্কলারশিপস অন্তর্ভুক্ত। হাঙ্গেরিতে স্টিপেনডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ দেয়, যা একাডেমিক মেধার ভিত্তিতে নির্বাচিত হয়। সুইডেনে স্বিডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যা আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য উপলব্ধ। লিথুয়ানিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সরবরাহ করে, যা সাধারণভাবে একাডেমিক মেধার ভিত্তিতে নির্ধারিত হয়। ইতালিতে ইনভেস্ট ইওর ট্যালেন্ট ইন ইতালি প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্কলারশিপগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুবিধা প্রদান করে, যা সাধারণত একাডেমিক অর্জনের ওপর ভিত্তি করে প্রদান করা হয়। প্রতিটি দেশের নির্দিষ্ট স্কলারশিপের জন্য আলাদা আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি রয়েছে, তাই আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেখা উচিত।
বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পরিশোধের সময় বেশ কিছু সুবিধা এবং ইতিবাচক সুযোগ-সুবিধা পাওয়া যায়। বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য ফি পরিশোধের সময় নমনীয় পরিকল্পনা সরবরাহ করে, যাতে তারা পুরো ফি একবারে পরিশোধ করার পরিবর্তে সেমিস্টারভিত্তিক দিতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই স্কলারশিপ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করে, যা যোগ্য শিক্ষার্থীদের টিউশন খরচ জোগাতে সাহায্য করে। বেশির ভাগ প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফরমে সহজে টিউশন ফি পরিশোধের সুযোগ দেয়। কিছু বিশ্ববিদ্যালয় সময়মতো ফি পরিশোধ করলে আর্লি বার্ড স্কলারশিপ প্রদান করে। এ ছাড়া আর্থিক পরামর্শ সেবা পাওয়া যায়, যা শিক্ষার্থীদের ফি পরিশোধের বিভিন্ন বিকল্প সম্পর্কে তথ্য দেয়। বিশ্ববিদ্যালয়গুলো উচ্চমানের শিক্ষা, পেশাদার নেটওয়ার্কিংয়ের সুযোগ, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সেবা, বিভিন্ন অতিরিক্ত কার্যক্রম, সাংস্কৃতিক অভিজ্ঞতা ও গবেষণার সুযোগ প্রদান করে, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নত করতে এবং আত্মনির্ভর হতে সহায়ক। এইসব সুবিধা ও সুযোগ শিক্ষার্থীদের শিক্ষাযাত্রা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিনল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, সুইডেন, লিথুয়ানিয়া ও ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজ করার বেশ কিছু সুযোগ রয়েছে। ফিনল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে, যেখানে হসপিটালিটি ও খুচরা খাতে কাজের সুযোগ রয়েছে। ডেনমার্কে শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারে এবং ক্যাফে ও রেস্তোরাঁগুলোতে কাজ পাওয়া যায়। হাঙ্গেরিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে এবং সেখানে গ্রাহকসেবা ও বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী পদের সুযোগ রয়েছে। সুইডেনে নন-ইইউ শিক্ষার্থীরা সীমাবদ্ধতা ছাড়া কাজ করতে পারে এবং প্রযুক্তি খাতে কাজের সুযোগ রয়েছে। লিথুয়ানিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০ ঘণ্টা কাজ করতে পারে এবং আইটি ও বাণিজ্য খাতে সুযোগ পায়। ইতালিতে শিক্ষার্থীরা সাধারণত ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে, বিশেষ করে হসপিটালিটি খাতে। কাজ করা শিক্ষার্থীদের মূল্যবান অভিজ্ঞতা অর্জন, জীবনের খরচ কাভার করা ও পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ দেয় এবং কিছু বিশ্ববিদ্যালয় কাজের সুযোগ খুঁজতে সহায়তা করে। তবে কাজের অনুমতি সম্পর্কিত নির্দিষ্ট বিধিমালা যাচাই করা আবশ্যক।
ফিনল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, সুইডেন, লিথুয়ানিয়া ও ইতালিতে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখানো আবশ্যক। ফিনল্যান্ডে ব্যাংক স্টেটমেন্ট এবং যেকোনো স্কলারশিপের প্রমাণ প্রয়োজন। ডেনমার্কে স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না, কিন্তু স্পাউসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। হাঙ্গেরিতে টিউশন ও জীবিকার খরচের জন্য পর্যাপ্ত ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয় এবং স্কলারশিপের প্রমাণ গ্রহণযোগ্য। সুইডেনে ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য আর্থিক নথি প্রদান করা আবশ্যক। লিথুয়ানিয়ায় আর্থিক সহায়তার প্রমাণ দরকার, যাতে শিক্ষার্থীরা তাদের খরচ মেটাতে সক্ষম কি না নিশ্চিত করা যায়। ইতালিতে শিক্ষার্থীদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, যা স্কলারশিপের প্রমাণ প্রক্রিয়া সহজ করে। এইসব তথ্য মনে রেখে শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও দেশের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন থাকতে হবে।
ফিনল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, সুইডেন, লিথুয়ানিয়া ও ইতালিতে পড়াশোনার জন্য ভিসাপ্রাপ্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, সব প্রয়োজনীয় নথি, যেমন—আর্থিক প্রমাণ, ভর্তিপত্র ও পরিচয়পত্র সঠিকভাবে জমা দিতে হয়। এ ছাড়া টিউশন ও জীবিকার খরচ কাভার করার জন্য পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা দেখানো প্রয়োজন, যা ক্ষেত্রবিশেষে কঠিন হয়ে পড়ে। ভাষার প্রতিবন্ধকতা ভিসা আবেদন প্রক্রিয়া এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সমস্যা সৃষ্টি করতে পারে। বিভিন্ন দেশের ভিসা নিয়ম ও প্রয়োজনীয়তা বোঝা এবং আপডেট থাকা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। আবেদন প্রক্রিয়ায় বিলম্ব এবং স্বাস্থ্য বীমার প্রমাণ দেওয়ার প্রয়োজনীয়তা উপস্থাপন করাও চ্যালেঞ্জ হতে পারে। নতুন সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত হওয়া এবং কখনো কখনো ইন্টারভিউ দিতে হলে তা শিক্ষার্থীদের জন্য চাপ হয়ে দাঁড়ায়। এ ছাড়া বিভিন্ন দূতাবাস থেকে অস্পষ্ট নির্দেশনা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। সব মিলিয়ে যথাযথ পরিকল্পনা ও সহায়তা গ্রহণ করলে এসব চ্যালেঞ্জ মোকাবেলার উপায় বের করা সম্ভব। এইসব দিক বিবেচনা করে ইনফিনিটি গ্লোবাল অ্যাকসেস শুরু থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সব ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে আসছে।
ফিনল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, সুইডেন, লিথুয়ানিয়া ও ইতালিতে পড়াশোনার জন্য হেলথ ইনস্যুরেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিনল্যান্ডে নন-ইইউ/ইইএ শিক্ষার্থীদের জন্য হেলথ ইনস্যুরেন্স বাধ্যতামূলক এবং মেডিক্যাল খরচের প্রমাণ দিতে হয়। ডেনমার্কে সব আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য হেলথ ইনস্যুরেন্স আবশ্যক, যেখানে ইইউ নাগরিকদের পাবলিক হেলথ ইনস্যুরেন্স এবং নন-ইইউ নাগরিকদের জন্য প্রাইভেট হেলথ ইনস্যুরেন্স প্রয়োজন। হাঙ্গেরিতে ইইউ দেশের শিক্ষার্থীদের জন্য প্রাইভেট হেলথ ইনস্যুরেন্স প্রয়োজন, যা স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী হবে। সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যথাযথ হেলথ ইনস্যুরেন্স প্রয়োজন, প্রমাণও আবশ্যক। লিথুয়ানিয়ায় নন-ইইউ শিক্ষার্থীদের জন্য হেলথ ইনস্যুরেন্স প্রয়োজন এবং এটি মেডিক্যাল খরচ কাভার করতে হবে। ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হেলথ ইনস্যুরেন্সের প্রমাণ প্রদান করতে হয়, যেখানে ইইউ শিক্ষার্থীরা প্রয়োজন হলে ইউরোপিয়ান হেলথ ইনস্যুরেন্স কার্ড (ইএইচআইসি) ব্যবহার করতে পারে। সব মিলিয়ে এইসব দেশের শিক্ষার্থীরা হেলথ ইনস্যুরেন্স নিশ্চিত করার মাধ্যমে মেডিক্যাল সেবায় প্রবেশাধিকার এবং অপ্রত্যাশিত স্বাস্থ্য খরচ থেকে সুরক্ষা পেতে পারে।
উচ্চশিক্ষায় আবেদনরত শিক্ষার্থীরা তাদের স্পাউসকে সঙ্গে নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনের মধ্যে পছন্দ করতে গেলে কিছু বিষয় খেয়াল রাখতে হয়; যেমন—ফিনল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের স্পাউসের জন্য বাসস্থান অনুমতি পেতে পারে এবং তারা সেখানে কাজও করতে পারে। ডেনমার্কেও একই সুবিধা রয়েছে। সুইডেনেও স্পাউসের জন্য বসবাসের অনুমতি দেওয়া হয় এবং তারা সেখানে কাজও করতে পারে। সাধারণত সুইডেন ও ফিনল্যান্ড একটু বেশি পছন্দনীয়। কিন্তু ব্যক্তিগত পছন্দ, ভাষা ও পরিস্থিতি বিবেচনা করতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দেশের ভিসা নিয়ম এবং পড়াশোনার সুযোগ ভালোভাবে দেখে নেওয়া উচিত।
ফিনল্যান্ড, ডেনমার্ক অথবা সুইডেনে স্পাউস ভিসার মাধ্যমে কাজের অনুমতি পেতে প্রতিটির নিজস্ব প্রক্রিয়া রয়েছে। ফিনল্যান্ডে স্পাউস ভিসা পাওয়ার মাধ্যমে আলাদা পরবর্তী অনুমতির প্রয়োজন নেই। কারণ পরিবারিক সম্পর্কের আবাসিক অনুমতি পাওয়ার পর কাজ করার অধিকার থাকে, যা ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস (মিগ্রি) থেকে অনুমোদিত হয়। ডেনমার্কে আপনাকে ডেনিশ আন্তর্জাতিক নিয়োগ ও সংহতি সংস্থার (এসআইআরআই) মাধ্যমে আবাসিক অনুমতির জন্য আবেদন করতে হবে, যা অনুমোদন পাওয়ার পর আপনাকে কাজ করার সুযোগ দেয়। সুইডেনে স্পাউস ভিসা আপনাকে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবাসিক অনুমতির জন্য আবেদন করার অনুমতি দেয়, যেটি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (মাইগ্রেশন) মাধ্যমে করা হয় এবং এটি আপনাকে কাজ করার অধিকার দেয়। সব ক্ষেত্রে নিশ্চিত করুন যে আপনার নথিগুলো সঠিক এবং প্রয়োজনে আইনগত সহায়তা নিন। পাশাপাশি সর্বশেষ তথ্যের জন্য অফিশিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটগুলো পরীক্ষা করুন।
ফিনল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, সুইডেন, লিথুয়ানিয়া ও ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জীবনযাত্রার খরচ প্রতি মাসে আনুমানিক ৭০০ থেকে এক হাজার ২০০ ইউরো, যেখানে থাকার ব্যবস্থা, খাবার, পরিবহন ও বিনোদনের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। ডেনমার্কে, বিশেষ করে কোপেনহেগেন শহরে প্রতি মাসে খরচ এক হাজার থেকে এক হাজার ৫০০ ইউরো হতে পারে। হাঙ্গেরিতে ছাত্রদের জন্য জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, প্রতি মাসে ৪০০ থেকে ৭০০ ইউরো। সুইডেনে জীবনযাত্রার খরচ সাধারণভাবে প্রতি মাসে ৮০০ থেকে এক হাজার ২০০ ইউরো। লিথুয়ানিয়ায় খরচ প্রতি মাসে ৪০০ থেকে ৭০০ ইউরো, যা শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী। ইতালিতে জীবনযাত্রার খরচ প্রতি মাসে ৮০০ থেকে এক হাজার ৫০০ ইউরো হতে পারে, তবে তা শহরের ওপর নির্ভর করে। বিভিন্ন শহরের খরচ বিবেচনায় নিয়ে এবং বাসস্থানের সুযোগ দেখার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় পরিকল্পনা করা উচিত।
ইনফিনিটি গ্লোবাল অ্যাকসেস ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সেবার বৈচিত্র্য আনতে বিভিন্ন কার্যক্রম, যেমন—প্রিলিমিনারি ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার পরামর্শ প্রদান করছে। একই সঙ্গে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ডিজিটাল চ্যানেল ও শিক্ষামূলক মেলার মাধ্যমে মার্কেটিং প্রচারণা বাড়ানো অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া আমি ছাত্রদের জন্য একটি ইন্টার্যাক্টিভ অনলাইন প্ল্যাটফরম তৈরির পরিকল্পনা করছি। স্কলারশিপ ও আর্থিক সহায়তা সম্পর্কে তথ্য দেওয়ার ওপর জোর দিচ্ছি এবং তাদের স্থানান্তরের সহায়তার জন্য সাংস্কৃতিক সচেতনতা প্রোগ্রাম বাস্তবায়ন করছি। মেন্টরিংয়ের জন্য অনলাইন নেটওয়ার্ক প্রতিষ্ঠা, দেশের অন্যান্য শহরে পরিষেবা সম্প্রসারণ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কর্মশালা পরিচালনার জন্য সহযোগিতা এবং কর্মচারীদের উন্নয়নের জন্য বিনিয়োগ করা আমাদের এজেন্সির সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কৌশল হবে বলে মনে করছি।
লেখক : ব্যবস্থাপনা পরিচালক, ইনফিনিটি গ্লোবাল অ্যাকসেস