<p>চট্টগ্রাম থেকে প্রতিনিধি : ‘বারবার প্রতিশ্রুতি দিয়ে টাকা না দেওয়া আমাদের জন্য লজ্জার’—হতাশা নাম প্রকাশে অনিচ্ছুক দুর্বার রাজশাহীর এক ক্রিকেটারের। পারিশ্রমিক নিয়ে একই সুর ফ্র্যাঞ্চাইজিটির একাধিক ক্রিকেটারের। বিপিএলের একাদশ আসর ঢাকা-সিলেট হয়ে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ থেকে। কিন্তু এখনো টাকা পাননি দলটির স্থানীয় ক্রিকেটাররা।</p> <p>এ নিয়ে ক্ষোভ থেকে গতকাল দলটির অনুশীলনও বয়কট করেন ক্রিকেটাররা। আজ চট্টগ্রাম পর্বের প্রথম দিন রাজশাহীর খেলা নেই। তবে গতকাল বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দলটির। কিন্তু হঠাত্ ৯টা ৪৮ মিনিটে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, অনুশীলনসূচি বাতিল করে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও পরে জানা যায়, পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্টি থেকে অনুশীলনে অনাগ্রহ দেখান ক্রিকেটাররা।</p> <p>পারিশ্রমিক নিয়ে রাজশাহীর ক্রিকেটারদের এই ক্ষোভ এক দিনের নয়। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর অনুশীলন বাতিলের ঘটনা ঘটেছে। এবারও ক্রিকেটারদের প্রতিবাদের মুখে দুই দিনের সময় নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এক ক্রিকেটার বলছিলেন, ‘টাকা নিয়ে এভাবে ঘুরানো খুবই দৃষ্টিকটু। আমাদের জন্য বিষয়টি লজ্জার।’ এ ব্যাপারে ব্যাখ্যা পেতে বারবার ফোন করেও পাওয়া যায়নি দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপিকে।</p> <p>এ নিয়ে গতকাল রাতে নিজেদের মধ্যে বসার কথা রয়েছে ক্রিকেটারদের। পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের মতো কঠোর অবস্থানে যেতে পারেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে গতকাল রাতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে জুম মিটিং করেন ক্রিকেটার, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং কয়েকজন পরিচালক। এই বৈঠক শেষে পরিচালক মঞ্জুর আলম বলেন, ‘চেষ্টা করা হচ্ছে (পরিশ্রমিক পরিশোধের)। আশা করি আগামীকালের (আজ) মধ্যে আমরা একটা সমাধানে আসতে পারব। সভাপতি বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন।’</p>