<p>এক রাতে হোঁচট খেয়েছে শিরোপাপ্রত্যাশী তিন জায়ান্ট। পয়েন্ট হারিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার সিটি ও চেলসি। ব্রেন্টফোর্ডের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও জিতে ফিরতে পারেনি ম্যানসিটি। পশ্চিম লন্ডনের কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। <img alt="ইংল্যান্ডে বড়দের হোঁচটের রাত" height="262" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/14-01-2025/Rif/16-01-2024-p14-11.jpg" style="float:left" width="300" />নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ডে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। আর বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি।</p> <p>টানা দুই জয়ে নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছিল ম্যানসিটি। ব্রেন্টফোর্ডের মাঠে দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে দুই গোল করে সিটির আধিপত্য প্রতিষ্ঠা করে দেন ফিল ফোডেন। কিন্তু শেষ দিকে সিটির রক্ষণের ভুলে অনেক সুযোগ নষ্টের পর বহু কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ব্রেন্টফোর্ড। ইওয়ান উইসা ব্যবধান কমানোর পর ৯২ মিনিটে ক্রিস্টিয়ান নোরগার্ডের গোলে জয়বঞ্চিত করে সিটিজেদের। জিততে না পারার দায় স্বীকার করে কোচ পেপ গার্দিওলা বলছিলেন, ‘আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি। আমরা সঠিক সিদ্ধান্তও নিতে পারিনি। এটা ঠিক এই মাঠে খেলা কঠিন। দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’ এই ড্রয়ের পর এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পেছনে পড়ে গেছে ম্যানসিটি।</p> <p>সিটি গ্রাউন্ডে প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের লড়াইয়ে শুরুতে এগিয়ে যায় চলতি আসরের বিস্ময় নটিংহাম ফরেস্ট। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে খেলার অষ্টম মিনিটে লিভারপুলের জালে বল জড়ান ক্রিস উড। কিন্তু ম্যাচের বাকি সময়ে নিরঙ্কুশ দাপট ছিল অলরেডদের। ৭০ শতাংশ নিজেদের কাছে বলের দখল রেখে গোলমুখে তারা শট নিয়েছে মোট ২৩টি। কিন্তু সমতাসূচক গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। অবশেষে লিভারপুরের ত্রাতা হয়ে আসেন বদলি খেলোয়াড় ডিয়োগো জোটা। তাঁর গোলেই পিছিয়ে পড়েও এক পয়েন্ট নিয়ে ফিরেছে অলরেডরা। তবে জিততে না পারায় কোনো অনুতাপ নেই লিভারপুল কোচ আর্নে স্লটের, ‘আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না। দ্বিতীয়ার্ধটা ছিল অসাধারণ। রক্ষণে দুর্দান্ত শক্তিশালী একটা দলের বিপক্ষে এর চেয়ে বেশি সুযোগ তৈরি করতে পারবে খুব কম দলই। দুর্ভাগ্য আমাদের, দ্বিতীয় গোলটি পাইনি।’ </p> <p>স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ত্রয়োদশ মিনিটে এগিয়ে নেন কোল পালমার। ঘুরে দাঁড়িয়ে জাস্টিন ক্লাইভার্ট এবং অ্যান্টোনি সেমেনোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিস জেমসের গোলে হার এড়ায় চার নম্বরে থাকা চেলসি।</p> <p>জার্মান বুন্দেসলিগায় লেভারকুসেন ১-০ গোলে হারিয়েছে মেইঞ্জকে। তবে হোলস্টিইনের মাঠে ৪-২ ব্যবধানে হেরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ইতালিতে এসি মিলান ২-১ ব্যবধানে হারিয়েছে কোমোকে। ১-১ গোলে ড্র করেছে আতালান্তা-জুভেন্টাস। এএফপি</p> <p> </p>