ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

অপেক্ষা বাড়ছে এবাদতের!

শেয়ার
অপেক্ষা বাড়ছে এবাদতের!

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/17-03-2025/kalerkantho-sp-1a.jpgক্রীড়া প্রতিবেদক : ক্যারিয়ারের সেরা সময়ে চোট তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে ১৪ মাস। সেই সময়টা পেছনে ফেলে এবাদত হোসেনের মাঠে ফেরারও পাঁচ মাস হয়ে গেছে। তবে চোটের জন্য বাংলাদেশ দলে ছেড়ে যাওয়া জায়গাটায় এখনো ফেরা হয়নি। নানা বাস্তবতায় ফেরা কঠিনও হয়ে গেছে তাঁর জন্য।

কঠিন করে তুলেছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানাদের মতো সম্ভাবনাময় পেসাররা। তবে পেস বোলারদের টিকে থাকার এই প্রতিযোগিতাকে অবশ্য ইতিবাচক চোখেই দেখছেন এবাদত। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই পেসার এখন অন্য ক্রিকেটারদের মতো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত। মোহামেডানের হয়ে পাঁচ ম্যাচে তিনটির সেরা একাদশে তাঁকে দেখা গেছে।

উইকেট নিয়েছেন তিনটি। ডিপিএলের পারফরম্যান্স দিয়ে কি জাতীয় দলে ফিরতে পারবেন এবাদত? প্রশ্নটা আসছে কারণ ঘরোয়া এ টুর্নামেন্টের মাঝপথে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ঈদের পর সেই ক্যাম্পের লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে আসন্ন দুই টেস্টের সিরিজ নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন।

এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।

তাই এই সিরিজ দিয়ে এবাদতের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় অবশ্য সেই আভাস কমই পাওয়া গেল। ২০২৩ সালের জুনে সর্বশেষ টেস্ট খেলা এই পেসার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন কি নাএমন প্রশ্নে গাজী আশরাফ বলছিলেন, আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। সে চোট কাটিয়ে ওঠার পর চার ওভারের চাপ নিয়েছে। দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে।
এরপর এখন ডিপিএল খেলছে। এখানে ১০ ওভার বোলিং করছে। টেস্ট খেলতে হলে তো আরো বেশি বোলিং করতে হবে। সে এই চাপ নেওয়ার অবস্থায় আছে কি না, আমরা তা দেখব।

এবাদতকে নিয়ে তাড়াহুড়া করতে না চাওয়ার কথাও উঠে এসেছে গাজী আশরাফের কথায়, আমরা তো ওর জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছি। এখন তাই কোনো তাড়াহুড়া করব না। সময় নেব। তবে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বাড়ছে এবাদতের!

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

আই লিগ, ডেম্পু-চার্চিল ব্রাদার্স

সরাসরি, বিকেল ৫টা, টেন ২

শ্রনিধি ডেকান-ইন্টার কাশি

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, টেন ২

মেয়েদের চ্যাম্পিয়নস লিগ

উলফসবুর্গ-বার্সেলোনা

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, ইউটিউব

বিশ্বকাপ বাছাই, আফ্রিকা অঞ্চল

লাইবেরিয়া-তিউনিসিয়া

সরাসরি, রাত ১০টা, ফিফা+

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ব্রাদার্স ইউনিয়ন-গুলশান ক্রিকেট ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

রহস্য রেখে গেলেন ফাহমিদুল

শেয়ার
রহস্য রেখে গেলেন ফাহমিদুল

ক্রীড়া প্রতিবেদক : কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে দলে ডাকার আগে পর্যন্ত তাঁর নাম সেভাবে কোথাও শোনা যায়নি। স্প্যানিশ কোচ নিজেই তাঁকে পছন্দ করে সৌদি আরবের ক্যাম্পে আনালেন। আবার গতকাল দেশে ফিরলেন সেই ফাহমিদুল ইসলামকে ছাড়াই। কোচের কথা জাতীয় দলের জন্য এখনো তৈরি নন ইতালিয়ান সিরি ডিতে খেলা এই ফুটবলার, ফাহমিদুল ভালো মানের খেলোয়াড়, প্রতিভাবান।

তবে ওর আরো কিছুদিন সময় লাগবে। সে ইতালিতে ফিরে গেছে। আমাদের সঙ্গে সময়টা ওর মন্দ কাটেনি। তবে অন্য খেলোয়াড়রা আরো বেশি তৈরি।
ফাহমিদুলকে আরেকটু সময় নিতে হবে।

সৌদি আরবে দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল। এই সময়ে অবশ্য কাবরেরা তাঁর ব্যাপারে কোনো মন্তব্য করেননি, ফাহমিদুলেরও কোনো মনোভাব জানানো হয়নি বাফুফের মিডিয়া থেকে। এদিকে গুঞ্জন, অনুশীলনে সতীর্থ এক খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ইতালিতে বেড়ে ওঠা এই তরুণ।

শৃঙ্খলা মূল কারণ হলে গতকালই ফাহমিদুল শিগগির ফিরবে বলে কাবরেরা ইনস্টাগ্রাম পোস্টই বা কেন দেবেন! অবশ্য ফাহমিদুলকে দলে রাখা হয়নি খবরে ফুটবল সমর্থকদের বিভিন্ন গ্রুপ থেকে গতকালই ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছে। সমর্থকদের একটা অংশ সন্ধ্যায় বাফুফে ভবনের সামনে এসেও প্রতিবাদী স্লোগান দিয়েছে। এর পরপরই কাবরেরার ওই পোস্ট।

মন্তব্য

চোট দর্শক বানিয়ে দিল মেসিকে

শেয়ার
চোট দর্শক বানিয়ে দিল মেসিকে

লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই হবে এবারের সুপার ক্লাসিকো! চোট দুই তারকাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। ব্রাজিলিয়ানরা নেইমারকে হারানোর কয়েক দিন পর দলের সেরা তারকা মেসিকে হারানোর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। আগামী ২৫ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন আগে মন্টিভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না মেসি।

চোটে মাঠের বাইরে ছিটকে পড়ায় স্বভাবত মনঃক্ষুণ্ন মেসি। অবশ্য মাঠে জাদু দেখাতে না পারলেও একজন সমর্থক হিসেবে আলবিসেলেস্তেদের হয়ে গলা ফাটাবেন বলে জানিয়েছেন তিনি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশেষ দুটি ম্যাচ খেলতে না পারাটা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম।

কিন্তু শেষ মুহূর্তে ছোট চোট আবার খেলায় বিরতি নিতে বাধ্য করেছে আমাকে। তবে আমি এখান থেকেই অন্য একজন সমর্থকের মতো দলকে উৎসাহ ও সমর্থন দেব। এগিয়ে যাও আর্জেন্টিনা। মেসি ছাড়াও পাউলো দিবালা, পাউলো মন্তিয়েল ও ক্লদিও এচেভেরিকেও এ দুই ম্যাচে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।

ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় বাঁ ঊরুতে ব্যথা অুনভব করেন মেসি। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে তাঁর পায়ের পেশিতে লো গ্রেপ ইনজুরি আছে।  লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ফল অনুুকূলে এলে চূড়ান্ত পর্বে খেলার টিকিটও নিশ্চিত হয়ে যেতে পারে লিওনেল স্কালোনির দলের। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ