<p>রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৫ জানুয়ারি জিএসটি গুচ্ছভিত্তিক তিনটি ইউনিটের মেধাক্রম অনুসারে সাক্ষাৎকার নেওয়া হবে। একই দিনে বিষয় বরাদ্দ ও ভর্তি নেওয়া হবে।</p> <p>বিশ্বববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, এ ইউনিটে (বিজ্ঞান শাখা) ২৯টি শূন্য আসনে ১৪০৫৬ হতে ২১৪৬৩ পর্যন্ত ২৫০ জনের সাক্ষাৎকার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের চতুর্থ তলার বিজ্ঞান অনুষদের ডিন অফিসের ৪৩৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সামনের অর্থবছরে সিগারেটের দাম আরো বাড়ানোর দাবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736772936-14f3220aa4a142b5ac389aae71ac53dc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সামনের অর্থবছরে সিগারেটের দাম আরো বাড়ানোর দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468295" target="_blank"> </a></div> </div> <p>বি ইউনিটে (মানবিক শাখা) ২টি শূন্য আসনে ৪৫৪১ নম্বর হতে ৫৭০৬ পর্যন্ত ২০ জনের সাক্ষাৎকার প্রশাসনিক ভবনের তৃতীয় তলার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসের ৩২১ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।</p> <p>সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা শাখা) ৩টি শূন্য আসনে ৪৩২৭ হতে ৫৮১৭ পর্যন্ত ৩০ জনের সাক্ষাৎকার প্রশাসনিক ভবনের চতুর্থ তলার বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসের ৪০৬ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।</p> <p>সাক্ষাৎকার পর্ব শেষে একই দিনে (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় শূন্য আসনের বিপরীতে বিষয় বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে। পরে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।</p> <p>কর্তৃপক্ষ জানিয়েছে, সাক্ষাৎকার গ্রহণের সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র আনতে হবে।</p> <p>এ ছাড়া ভর্তির সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র ও ফটোকপি, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ভর্তি ফিসহ এসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।</p>