<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসনে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামীকাল ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে বিষয় বরাদ্দ ও ভর্তি নেওয়া হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। তিনি জানান, সাক্ষাৎকার গ্রহণের সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শকের স্বাক্ষর করা) এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাসের মূল নম্বরপত্র আনতে হবে।</span></span></span></span></span></p>