<p>চাঁদপুরে মেয়রসহ জনপ্রতিনিধিরা আত্মগোপনে নাগরিকরা সেবা থেকে বঞ্চিত। শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী। </p> <p>বুধবার (১৪ আগস্ট) রাতে কালের কণ্ঠ’র কাছে তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার জন্য জেলা পরিষদে যেতে পারছি না। তাছাড়া সেখানে ভাঙচুর করা হয়েছে। তাই জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করার মতো পরিবেশ তৈরি হয়নি।</p> <p>ওসমান গনি পাটোয়ারী আরো দাবি করেন, আমি চাঁদপুরেই আছি। সুতরাং আত্মগোপনে যাওয়ার প্রশ্নই ওঠে না।</p> <p>প্রসঙ্গত, চাঁদপুরে মেয়রসহ ১৬ জনপ্রতিনিধি আত্মগোপনে, সেবা বঞ্চিত হয়ে নাগরিকরা ভোগান্তিতে উপরোক্ত শিরোনামে কালের কণ্ঠ’র অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়েছে। </p>