<p>সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর ধল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মধ্য ধল্লা বাইতুর রহমান জামে মসজিদ চত্বরে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।</p> <p>এ সময় ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লার সভাপতিত্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়। বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বাংলাক্রাফটের প্রগ্রাম ম্যানেজার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন শামীম, বিশেষ অতিথি ছিলেন মধ্য ধল্লা বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান।</p> <p>আলোচনাসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মধ্য ধল্লা বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আমিরুল ইসলাম।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আখের উল্লাহ, মধ্য ধল্লা বাইতুর রহমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোতালেব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, মো. ওয়াহেদ মিয়া, মোতালেব হোসেন, হাজী নাঈমুর রহমান তকছের, হাজী আবুল কালাম, হাফেজ গিয়াস উদ্দিন, আওলাদ হোসেন ও নুরুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা।</p>