<p style="text-align:justify">খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তার পরও তারা ক্ষমতায় গিয়ে মুক্তিযোদ্ধার ডিলার সেজেছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">হেফাজতে ইসলামের আন্দোলন ও ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ গণসমাবেশের আয়োজন করা হয়। এর আগে তিনি ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে গণসমাবেশে বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">মামুনুল হক বলেন, ‘গত ৫ আগস্টের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে হাসিনার লোকজন।’ তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন তিনি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামায়াত নেতারা দেশ থেকে পালান না : মতিউর রহমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727525519-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামায়াত নেতারা দেশ থেকে পালান না : মতিউর রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/28/1429791" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশবিরোধী ও দেশের স্বার্থবিরোধী কোনো কথা আমরা বরদাশত করব না। ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। আপনারা আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ জন্ম নিয়ে আপনাদের ব্যর্থ করে দিক।’</p> <p style="text-align:justify">শেখ হাসিনাকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘আপনি না বলেছিলেন শেখের বেটি পালায় না। এখন বাংলাদেশের মানুষ আপনারাই বলেন, উনি কী করেছেন?’ </p> <p style="text-align:justify">আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ কেমন আপনাদের নেত্রী? সব রেখে পালিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন। তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন ভারতে পালিয়ে গিয়ে। অন্য দেশ তাকে গ্রহণও করেনি।’</p> <p style="text-align:justify">খেলাফত যুব মজলিসের নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, নান্দাইল উপজেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী ও নান্দাইল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবুল হাসিম।</p>