<p>কুমিল্লার দেবীদ্বারে ‘দোয়াইর জলা’র নির্জন এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের ডিআইজি শাহ আলমের বাড়ির পশ্চিম-দক্ষিণ দিকের দোয়াইর জলার নির্জন জায়গা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।</p> <p>নিহতরা হলেন- উপজেলার জাফরগঞ্জ গ্রামের আলী মেম্বারের বাড়ির মৃত. দুলু মিয়ার ছেলে মনির হোসেন (৩০), খাগড়াছড়ির রামঘর এলাকার সুকেন্দ্রাইপাড়ার রুহুল আমিনের ছেলে মোহন মিয়া (২৮)। পেশায় তারা দুজনই ডিশ কেবল লাইনের কর্মচারী ছিলেন।</p> <p>নিহতের মনিরের স্ত্রী রেশমা জানান, তার স্বামী গতকাল দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলেও আর ফিরে আসেননি। সন্ধ্যার পর বাজার করে লোক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। তাদের সংসারে ইব্রাহীম নামে সাড়ে তিন বছরের এক ছেলেসন্তান এবং মনিরা নামে এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার শ্বশুর-শাশুড়ি, দেবর-ভাসুর কেউ নেই। তিন ননদ আছেন, তাদের বিয়ে হয়ে গেছে। ২ শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। স্বামী হারানোর শোকে বার বার মূর্ছা যাচ্ছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিরণকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/08/1733642899-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিরণকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/08/1455173" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানান, নিহতরা জাফরগঞ্জ বাজারে ডিশ ব্যবসায়ী বদিউল আলমের দোকানের কর্মচারী। আজ রবিবার ভোরে আবু কাউছার নামে এক যুবক গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিহত মনিরের বাড়ির প্রায় ৫০০ গজ দূরে দোয়াইর জলার (বিল) খালেরপাড় নির্জন জমিতে ওই মৃত. ব্যক্তিদের দেখতে পান।</p> <p>সংবাদ পেয়ে দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার এসআই মোক্তার আহমেদ মল্লিক ও অঞ্জন কুমার নাহার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘হাসিনার জেল-জুলুম সইতে না পেরে বাবা মারা গেছেন’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/08/1733632766-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘হাসিনার জেল-জুলুম সইতে না পেরে বাবা মারা গেছেন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/08/1455132" target="_blank"> </a></div> </div> <p>জাফরগঞ্জ গ্রামের মৃত. তফাজ্জল হোসেন মেম্বারের ছেলে ডিস ব্যবসায়ী বদিউল আলম (৩৬) জানান, নিহত দুজনসহ তার দোকানে ১২ জন কর্মচারী ছিল। গতকাল শনিবার রাত ৮টায় দোকান থেকে মনির হোসেন মোহনকে ডেকে নিয়ে যায়।</p> <p>মোহনের বাবা মো. রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গতকাল শনিবার রাত ১১টায় তার ছেলের সাথে শেষ কথা হয়। শোকার্ত পিতার কান্নার কারণে কী কথা হয়, তা জানার সুযোগ হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাখাইনে বিকট বিস্ফোরণে কেঁপে উঠছে টেকনাফ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/08/1733634506-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাখাইনে বিকট বিস্ফোরণে কেঁপে উঠছে টেকনাফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/08/1455138" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> স্থানীয় একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, জাফরগঞ্জ এলাকা আন্তঃজেলা মাদক বিক্রয় ও সেবনের অন্যতম স্পট। নিহতরা মাদক নেশার সঙ্গে জড়িত ছিল। ঘটনাস্থলে খরকুটা বিছিয়ে সেখানে মাদক সেবন করেছিল। মাদক সেবনের কিছু আলামত ইঞ্জেকশনের সিরিঞ্জ, পানীয় বোতল পাওয়া গেছে। নিহতদের সঙ্গে আরো মাদক সেবক থাকারও সন্দেহ পোষণ করেন তারা।</p> <p>দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, দুই যুবকের মৃত্যুর ঘটনা রহস্যজনক। মাদক সেবনে নিহত নাকি কেউ হত্যা করে এখানে ফেলে গেছে তা তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের পরেই বলা যাবে। তবে সুরতহাল রিপোর্টে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেগম রোকেয়ার দেহাবশেষ আজও কলকাতায়, ক্ষুব্ধ পরিবার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/08/1733638913-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেগম রোকেয়ার দেহাবশেষ আজও কলকাতায়, ক্ষুব্ধ পরিবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/08/1455155" target="_blank"> </a></div> </div> <p> </p>