<p>সম্পদশালীদের নামে ভূমিহীন সার্টিফিকেট দেওয়ায় নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খানকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব পলি করের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।</p> <p>জানা গেছে, গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা মৌজায় ১৭ একর সরকারি খাস জমি ওই এলাকার ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় ভূমি অফিস। এলাকার ভূমিহীন লোকজন ওই জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনের কাগজপত্রের সংযুক্তি হিসেবে সংশ্লিষ্ট চেয়ারম্যানের ভূমিহীন সার্টিফিকেট জমা দিতে বলা হয়। এ পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন সম্পদশালীদেরও সার্টিফিকেট দিয়েছেন বলে অভিযোগ উঠে। প্রতি সার্টিফিকেট থেকে অভিযুক্ত তিনি ৫ থেকে ৮ হাজার টাকা করে নিয়েছেন। এ অভিযোগে ওই গ্রামের অর্ধশত ভুক্তভোগী নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের ১২ লাখ টাকা মূল্যের সৌর প্যানেল আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নেত্রকোনায় যুবক হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731848847-7b906f70228d51d332a2392aee7c65f5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নেত্রকোনায় যুবক হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447691" target="_blank"> </a></div> </div> <p>এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করেন। গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপির শাখা-১ এর উপসচিব পলি করের স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।</p>