<p>পূর্বনির্ধারিত সময় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন জুবায়েরপন্থীরা। সাদপন্থীরা এ সময় ইজতেমা করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন তারা।</p> <p>বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। </p> <p>হাবিবুল্লাহ বলেন, গতকালের সংঘর্ষে তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাংকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থও খোয়া যায়নি : র‍্যাব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734610391-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাংকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থও খোয়া যায়নি : র‍্যাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/19/1459195" target="_blank"> </a></div> </div> <p>হাবিবুল্লাহ রায়হান আরো বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লীরা তাদের প্রতিহত করবে।’ এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।</p> <p>মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান হাবিবুল্লাহ রায়হান।</p> <p><br /> এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে এক সাংবাদিক সম্মেলনে সাদপন্থীরা তাবলীগে সৃষ্ট বিভক্তি, মামুনুল হক ও জুবায়েরপন্থীদের নৃশংস হামলা এবং তাবলীগ নিয়ন্ত্রণের ষড়যন্ত্রের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।</p> <p>সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তাবলীগ জামাত বাংলাদেশের (সাদপন্থী) মাওলানা জিয়া বিন কাসেম, মুফতী মুআজ বিন নূর, মুফতী শফিউল্লাাহ, মুফতী আজিমুদ্দীন, মাওলানা আনাস প্রমুখ</p> <p>সম্মেলনে বলা হয়,  গত ১৭ ডিসেম্বর টঙ্গীতে জোড়ের কাজ করতে আসার পথে সাদপন্থী তাবলীগের সাথীরা জুবায়েরপন্থীদের পরিকল্পিত হামলার শিকার হয়। রাত আনুমানিক ২টার দিকে টঙ্গী কামারপাড়ায় ইজতেমা ময়দানের পাশে গাড়ি বহরে নৃশংস হামলায় বগুড়ার সাথী বেলাল আহমদ (৬৫) নিহত হন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদপন্থি তাবলীগ জামাতের মুরুব্বিরা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।</p>