<p>জনবল সংকটে খুঁড়িয়ে চলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায় পুলিশি কার্যক্রম। এতে আইন-শৃঙ্খলা রক্ষা ও ব্যবস্থাপনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও রয়েছে পরিবহন সমস্যা।</p> <p>থানা সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া থানায় এসআই, এএসআই ও কনস্টেবলসহ সব মিলিয়ে ৬০ জন পুলিশ সদস্য থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৪৭ জন। বিভিন্ন পদে ১৩টি পদ খালি রয়েছে। এর মধ্যে এসআই ১২টি পদের বিপরীতে আছেন ৬ জন। সহ উপপরিদর্শক (এএসআই) ১০টি পদের বিপরীতে আছেন ৭ জন। কনস্টেবল ৩৮টি পদের বিপরীতে আছেন ৩৪ জন। যে কারণে স্বল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়ে থানা এলাকার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চালানো এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে। একটি মাত্র সরকারি গাড়ি দিয়ে থানা এলাকায় প্রশাসনিক কার্যক্রম চালানো অসম্ভব হওয়ায় ভাড়া করা সিএনজি চালিত অটোরিকশাযোগে পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে মৃতদেহের ছড়াছড়ি, ভিডিও প্রকাশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736836562-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে মৃতদেহের ছড়াছড়ি, ভিডিও প্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/14/1468530" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে রাস্তায় অনেক পুলিশ থাকত। রাতে বের হলেও নিজেদের মধ্যে নিরাপত্তা বোধ কাজ করত। কিন্তু ৫ আগস্টের পর থেকে এলাকায় কোনো ঘটনা বা অপরাধ সংঘটিত হলেও তাৎক্ষণিক কোনো পুলিশ পাওয়া যায় না। পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছন। তার আগেই ঘটনা যা ঘটার ঘটে যায়। তাছাড়া লোকবল কম থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে কাঙ্খিত সেবা পাওয়া যাচ্ছে না।</p> <p>নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, লোকবল কম থাকায় নির্ধারিত ডিউটির বাইরেও তাদের অতিরিক্ত সময় দিতে হচ্ছে। পাওয়া যায় না কাঙ্ক্ষিত ছুটি। একটানা কাজ করতে গিয়ে পড়তে হচ্ছে নানা সমস্যায়। অপারগ হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের সাধ্যাতীত কাজ করতে হয় প্রতিদিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব : ফখরুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736838319-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব : ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/14/1468534" target="_blank"> </a></div> </div> <p>পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, ‘সীমিত লোকবল নিয়ে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা পৌরশহরের যানজট ও এলাকার মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাতদিন কাজ করে যাচ্ছি। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত লোকবল আমরা পাব।’</p>