<p>সুখী দাম্পত্যের রহস্য হল ভালোবাসা ও বিশ্বাস। অধিকাংশ দম্পতিই সে কথা জানেন। কিন্তু একসঙ্গে এক ছাদের নিচে থাকতে থাকতে একঘেয়ে লাগাও অস্বাভাবিক নয়। তাই একঘেয়েমির শিকার হন অনেকেই। এই বেড়াজাল থেকে বেরিয়ে এসে সম্পর্কের মূলধারায় ফিরতে অনেক দিন সময় লেগে যায়।</p> <p>কোনো কোনো দম্পতির হাত ছুটে যায় মাঝপথেই। আপনার ক্ষেত্রেও কি পরিস্থিতি একইরকম? আপনার সঙ্গী কি সম্পর্কের প্রতি এবং আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন? তবে জেনে নিন কিছু লক্ষণ, যেগুলো দেখলে বুঝবেন সঙ্গী আপনার ওপর আগ্রহ হারিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সম্পর্কের শুরুতে যা মেনে চলবেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/12/30/1703926823-a0b8a07291389226504e30d3ec0d9ed0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সম্পর্কের শুরুতে যা মেনে চলবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2023/12/30/1350417" target="_blank"> </a></div> </div> <p><strong>আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই</strong></p> <p>সঙ্গী কি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নন? আপনি যখনই তার সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন, তিনি তখন মুখ ঘুরিয়ে নেন। আর নিজে থেকে তো কখনো কথা বলতেই চান না। এমন লক্ষণ দেখলে একটু সতর্ক হোন। সঙ্গীর সঙ্গে ভালো মুহূর্ত কাটান। প্রয়োজনে এই বিষয়টি নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন।</p> <p><strong>আপনাকে সময় দেন না</strong></p> <p>সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইলেও তিনি আগ্রহী নন। আপনার সঙ্গে ভালো মুহূর্ত কাটানোর কোনো ইচ্ছেই তার মধ্য়ে অবশিষ্ট নেই। আপনার সঙ্গীর সঙ্গে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলুন। প্রয়োজনে দুজনে কোথাও ঘুরে আসুন। দেখবেন পরিস্থিতি অনেকটা সহজ হবে। এমনকী আপনাদের মধ্যে জটিলতাও কমে যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার পাঁচ টিপস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/09/1723207070-55eefddfbbf2b3f552c22a47ec601afb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার পাঁচ টিপস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/08/09/1413181" target="_blank"> </a></div> </div> <p><strong>ঘনিষ্ঠতায় আগ্রহ নেই</strong></p> <p>মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা প্রত্যেক দম্পতির মধ্য়েই থাকা জরুরি। কিন্তু আপনাদের যদি এমন সময় না হয় তাহলে সম্পর্কের প্রতি বিশেষ নজর ফেরান। এই সমস্যা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। সপ্তাহান্তে অন্তত একটি দিন একে অপরের সঙ্গে ভালো সময় কাটান। এতে আপনাদের সম্পর্ক উন্নত হবে।</p> <p><strong>আপনার খোঁজ নেন না</strong></p> <p>কর্মসূত্রে আপনারা দুজনেই বাড়ির বাইরে থাকেন। কাজের চাপ দুজনেরই রয়েছে। কিন্তু ব্যস্ততার মধ্যেও আপনি কখনো কখনো সঙ্গীর খোঁজ নেন। তবে তিনি নেন না। আপনি সারাদিন কী খেয়েছেন, কেমন আছেন কিংবা কোন কাজ করবেন, সেই সম্বন্ধে জানার কোনো ইচ্ছেই নেই তার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরিবারের সবার জন্য মজাদার আলু শিঙাড়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/02/04/1707044856-a0b8a07291389226504e30d3ec0d9ed0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরিবারের সবার জন্য মজাদার আলু শিঙাড়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/02/04/1360692" target="_blank"> </a></div> </div> <p>আপনার সঙ্গী হয়তো সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই এমন আচরণ করছেন। সঠিক নিয়মে পরিস্থিতি সামাল দিলেই সম্পর্ক আবার মূলস্রোতে ফিরবে। প্রয়োজনে কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে পরামর্শ নিন। </p> <p>সূত্র : এই সময়</p>