<p>পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। আজ বুধবার এক বিবৃতিতে পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেছেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবতাবিবর্জিত।</p> <p>বিবৃতিতে বলা হয়, মালিকপক্ষ প্রচলিত বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রস্তাব দিয়েছে। মেহনতি শ্রমিকদের ন্যায্য দাবি ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।</p> <p>দপ্তর সম্পাদক আব্দুল করিম ওই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন। এতে পরিষদের নেতারা বলেন, ‘মজুরি বোর্ড মালিকপক্ষের প্রস্তাবিত অযৌক্তিক প্রস্তাবনা মেনে নিয়েছে। তারা শ্রমিকদের দুর্দশা আমলে না নিয়ে শুধু মালিকদের স্বার্থরক্ষায় মনোযোগী হয়েছে। তারা দফায় দফায় বৈঠকের নামে সময়ক্ষেপণ করেছে।’ </p> <p>শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, চলমান শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় তৈরি পোশাক শিল্প শ্রমিকদের আন্দোলন ছাড়া কোনো উপায় থাকবে না। শ্রমিকদের যেকোনো ন্যায়সংগত আন্দোলনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ রাজপথে থাকবে।</p>