<p style="text-align:justify">অস্ট্রিয়ার বিপক্ষে মার্টিন ওডেগার্ডের মাঠ ছাড়ার সময়ই শঙ্কাটা জেগেছিল। দুঃসংবাদ পেতে যাচ্ছে আর্সেনাল। আজ সেই শঙ্কাটাই সত্যি হলো। তিন সপ্তাহের জন্য দলের অধিনায়ককে পাচ্ছে না আর্সেনাল।</p> <p style="text-align:justify">ওডেগার্ডের মাঠের বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ে দলের চিকিৎসক ওলা স্যান্ড। তিনি বলেছেন,‘গোড়ালির এমন চোটের জন্য কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যথা সময়টা আরো দীর্ঘ হতো। লন্ডনের এমআরআই থেকে জানা গেছে তার গোড়ালিতে কোনো চিড় নেই। চিড় পাওয়া গেলে ছয় মাসের বেশি সময় লাগত।’</p> <p style="text-align:justify">অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়ার ম্যাচে বলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে ওডেগার্ডের ধাক্কা লাগে। এতে তার বাঁ পায়ের গোড়ালি মচকে যায়। তাকে না পাওয়াটা আর্সেনালের জন্য বড় ধাক্কার। কারণ এ সময় ৫ ম্যাচ তাকে ছাড়া খেলতে হবে গানারদের।</p> <p style="text-align:justify">এর মধ্যে আতালান্তার মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। সঙ্গে ২২ সেপ্টেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেভিওয়েট ম্যাচে অধিনায়ককে পাবে না কোচ মিকেল আর্তেতা। আগামী রবিবার আবার লন্ডন ডার্বিতে ডেকলান রাইসকে পাবে না আর্সেনাল। নিষেধাজ্ঞার কারণে টটেনহামের বিপক্ষে খেলতে পারবেন না ইংল্যান্ডের মিডফিল্ডার। কাঁধের চোটে বাইরে আছেন এই মৌসুমে আর্সেনালে যোগ দেওয়া স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোও।</p>