<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরোপের দেশ মন্টিনেগ্রোর দক্ষিণাঞ্চলের একটি ছোট শহরে এক ব্যক্তির গুলিতে ১২ জন নিহত হয়েছেন। নির্বিচারে গুলির ওই ঘটনার পর বন্দুকধারী আত্মহত্যার চেষ্টা করে। সংকটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্দুকধারীর নাম আলেকজান্দার আচো মার্টিনোভিচ। তাঁর বয়স ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি আইন কর্মকর্তা আন্দ্রিয়ানা নাস্তিক জানান, স্থানীয় সময় গত বুধবার বিকেলে সেতিঁয়ে শহরের এক রেস্তোরাঁয় কথা-কাটাকাটির জেরে মার্টিনোভিচ প্রথমে গুলি করে চারজনকে হত্যা করেন। এরপর অন্য তিনটি স্থানে গিয়ে দুই শিশুসহ আরো আটজনকে গুলি করে হত্যা করেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্টিনেগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে সেতিঁয়ে শহরে নিজ বাড়ির কাছে পুলিশ কর্মকর্তারা মার্টিনোভিচকে ঘেরাও করে ফেলার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এরপর সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় মন্টিনেগ্রোতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্টিনেগ্রোর রাজধানী পোদগোরিচার ৩৮ কিলোমিটার পশ্চিমের এই শহরটিতে এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা ঘটল। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>