<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ নেবেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর কারণে এই দিনটিতেও মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হবে।  অভিষেকের দিনে পতাকা অর্ধনমিত রাখা নিয়ে নিজের অসন্তোষ চাপা রাখতে পারেননি ট্রাম্প। তিনি এরই মধ্যে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম  ট্রুথ সোশ্যালে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। প্রেসিডেন্টের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অভিষেকের সময় পতাকা অর্ধনমিত রাখা নিয়ে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রুথ</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোশ্যালে এক পোস্টে ট্রাম্প  বলেছেন, এটি কেউই দেখতে চায় না। কোনো আমেরিকানই এতে খুশি হতে পারে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে তাঁর সম্মানে দেশের পতাকা ৩০ দিন অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত দেশটির পতাকা অর্ধনমিত থাকবে। তবে ট্রাম্পের আপত্তি থাকা সত্ত্বে বাইডেন পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত বদলানোর বিষয়ে বিবেচনা করবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র : এমএসএনবিসি</span></span></span></span></span></p>