আফগানিস্তানের তালেবান সরকার কাতারের মধ্যস্থতায় একটি চুক্তির মাধ্যমে একজন আফগান যোদ্ধার বিনিময়ে দুজন মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্রে এই বন্দিবিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার আফগানিস্তানের তালেবান সরকার এই কথা জানিয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রে কারাবন্দি আফগান যোদ্ধা খান মোহাম্মদকে মার্কিন নাগরিকদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি দেশে ফিরে এসেছেন।’
প্রায় দুই দশক আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে গ্রেপ্তার হন খান মোহাম্মদ। এর পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। এদিকে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তবে বন্দিবিনিময় সম্পর্কে আর কোনো তথ্য জানাননি তিনি।
২০২২ সালে তালেবানদের হাতে বন্দি হওয়া মার্কিন নাগরিক রায়ান কার্বেটের পরিবার নিশ্চিত করেছে যে তিনি মুক্তি পেয়েছেন। তাঁর পরিবার বলেছে, ‘রায়ানকে বাঁচিয়ে রাখা এবং আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের প্রতি আজ আমাদের হৃদয় কৃতজ্ঞতা ও প্রশংসায় পূর্ণ। অবশেষে আমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ও অনিশ্চয়তার দিনগুলোর অবসান হলো।
’
রায়ানের মুক্তির জন্য বাইডেন ও ট্রাম্প প্রশাসনের পাশাপাশি কাতারকেও ধন্যবাদ জানিয়েছেন স্বজনরা। আফগানিস্তানে বন্দি আরো দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন তাঁরা। সূত্র : এএফপি