<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ঘিরে আতঙ্ক বাড়ছে। তাঁদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মার্কেট দখলসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাচ্ছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র বলছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর ছয়জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হন। এরপর থেকে তাঁরা নতুন করে এলাকায় নিজেদের পুরনো আধিপত্য বিস্তার করতে তরুণদের দলে ভিড়িয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করছেন। এর বাইরে বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীরাও দেশে সহযোগীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারলে দেশে খুনাখুনি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড আরো বাড়বে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তত ছয়জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পান। এর মধ্যে হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিলার আব্বাস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ঢাকার অপরাধজগতের আরো দুই অন্যতম সদস্য খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু। এরপর কাশিমপুর জেল থেকে জামিনে মুক্তি পান রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী ৯টি হত্যাসহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তথ্য রয়েছে, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা এরই মধ্যে অনেক ব্যবসায়ীকে চাঁদার জন্য হুমকি দিয়েছেন। দখলবাজিতে বাধা পেয়ে এক সাংবাদিককে হত্যা করেছেন। এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে কিশোর ও তরুণ সন্ত্রাসী বাহিনীদের নতুন করে দলে ভিড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। অপরাধ জগতে সাম্রাজ্য বিস্তার করতে নতুন করে অস্ত্র কিনছেন তাঁরা। নিজেদের স্বার্থে তাঁদের অর্থ দিচ্ছেন নতুন রাজনৈতিক গডফাদাররা। টার্গেট তাঁদের এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, জমি ও ফ্ল্যাট দখল। ভাড়াটে কিলার হিসেবে কাজ করার পাশাপাশি নতুন আরো অনেক মিশন নিয়ে তাঁরা সন্ত্রাসী বাহিনী গঠন করছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ওপর তাঁদের নজরদারি রয়েছে। যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সন্ত্রাসী যেই হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের তদন্তে উঠে এসেছে, এরই মধ্যে শীর্ষ সন্ত্রাসীরা তাঁদের সহযোগীদের দিয়ে হত্যা, চাঁদাবাজি শুরু করেছেন। গত ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকায় বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টেলিভিশনের সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যাকাণ্ডে জড়িতরা সদ্য কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ। ওই দিন ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে। সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে (রবি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, তামিম হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তরা ধানমণ্ডি, হাজারিবাগকেন্দ্রিক সন্ত্রাসী বাহিনীর সদস্য। তাঁরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক তদন্তে এজাহারভুক্ত আসামিদের অনেকেই শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী বলে জানা গেছে। পুলিশ তাঁদের সম্পর্কে পাওয়া এ তথ্য যাচাই-বাছাই করছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মাসের ২৯ সেপ্টেম্বর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মগবাজার বিশাল সেন্টারের এক দোকান দখলে নিতে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে মগবাজার বিশাল সেন্টারের এক ব্যবসায়ী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর সন্ত্রাসী বাহিনীর ভয়ে আছেন তাঁরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ ছাড়া সুব্রত বাইনের সন্ত্রাসী বাহিনী এরই মধ্যে বেশ কয়েকজন ঠিকাদারের কাছেও চাঁদা দাবি করেছে বলে তথ্য রয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ২০ সেপ্টেম্বর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের সন্ত্রাসী বাহিনী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনার দুই দিন পর মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার লিটন মাতব্বর কালের কণ্ঠকে বলেন, এই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন গ্যাং লিডার ইমামুল হাসান, অ্যালেক্স ইমন, রাহুল, শাহারুখ, রয়েল, পারভেজ ও ইমনসহ অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মামলা তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে পারভেজ ও মিরাজ মুন্সিকে গ্রেপ্তার করা হয়। দুজনকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সবাই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী। মূলত এলাকার আধিপত্য, চাঁদাবাজি, মাদক কারবাসহ স্বার্থসংশ্লিষ্ট বিরোধের জেরে মুন্না ও নাসির বিশ্বাস নামের দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁরা জড়িত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিচ্চি হেলালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভাইকে দিয়ে তিনি এলিফ্যান্ট রোডের একটি মার্কেট দখলে নিয়েছেন। হাতিরপুলের মোতালেব প্লাজা দখলের পাঁয়তারা করছেন। রয়েছে এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণের চেষ্টা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে গুলশান এলাকার একটি বাসায় ওঠেন কিলার আব্বাস। তার সঙ্গে এরই মধ্যে দেখা করেছেন মিরপুর এলাকার অনেক রাজনৈতিক ও চিহ্নিত অপরাধী। যদিও কারাগার থেকেই তিনি এলাকা নিয়ন্ত্রণ করছেন তাঁর ভাগ্নে শাহিন ও ছোট ভাই রবির মাধ্যমে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীর্ষ সন্ত্রাসী ইমন জামিনের পরপরই মালয়েশিয়া চলে যান। সুইডেন আসলামসহ আরো দুজন শীর্ষ সন্ত্রাসী এরই মধ্যে দেশ ছেড়েছেন। তবে তাঁরা দেশ ছাড়লেও তাঁদের সহযোগীদের মাধ্যমে তাঁরা এলাকার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে গ্রেপ্তার না হওয়া জিসান আহমেদ ওরফে জিসান দীর্ঘদিন ধরে মতিঝিল ও রামপুরাসহ আরো কয়েকটি এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মতিঝিল এলাকার এক ব্যবসায়ী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জিসান তার সহযোগী দিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। পুলিশকে জানালে তাঁকে হত্যার হুমকি দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের সম্পর্কে খোঁজ নিয়ে আরো জানা গেছে, এঁদের মধ্যে সুইডেন আসলাম ১৯৯৭ সালে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে ২২টি মামলার মধ্যে তেজগাঁও এলাকায় গালিব হত্যা মামলাও রয়েছে। ইমন গত ১৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে ১২ আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। ২০০১ সালের ২৬ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশের আগেই পিচ্চি হেলাল মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে। এ ছাড়া ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে টিটনের নাম রয়েছে। ২০০৩ সালের ডিসেম্বর মাসে ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসা থেকে ডিবি একটি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করে। মামলাগুলোর জামিন হওয়ার পর গত ১২ আগস্ট কাশিমপুর জেল থেকে জামিনে মুক্তি পান টিটন। এরপর গত ১৩ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। রাজধানীর কাফরুল, কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলেন আব্বাস। তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ ১০টি মামলা বিচারাধীন। তবে এই ১০টি মামলায় একে একে তিনি জামিন পান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের বর্তমান প্রধান অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের খোঁজ রাখছেন তাঁরা। এসব অপরাধীর ওপর গোয়েন্দা নজরদারি রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরাধ বিশ্লেষক মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার পরিবর্তনের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখনো স্বাভাবিক হতে পারেনি। এ অবস্থায় শীর্ষ সন্ত্রাসীরা এভাবে জামিনে বের হওয়াটা খুবই এলার্মিং। এ ক্ষেত্রে বর্তমান সরকারের আরো কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>