<p>কারখানা পর্যায়ে ভয়ভীতিহীন দর-কষাকষি চর্চার মাধ্যমে ইউনিয়ন গঠন না হলে শ্রম খাতে অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। এ ছাড়া অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকদের দক্ষ করে তোলারও পরামর্শ দেন তিনি।</p> <p>তিনি বলেন, সরকার পতনের পর নানা দাবিতে উত্তাল হয় দেশের পোশাক কারখানাগুলো। এ সময় ঘটে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও। এ অবস্থার পরিপ্রেক্ষিতে গঠিত হয় শ্রম অধিকার সংস্কার কমিশন। গতকাল সোমবার শ্রম ভবনে গার্মেন্টস কারখানার শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়সভার আয়োজন করে শ্রম অধিকার সংস্কার কমিশন। যেখানে গার্মেন্টস প্রতিনিধিরা শ্রম খাত সংস্কারে তুলে ধরেন নানা প্রস্তাব।</p> <p>এ সময় শ্রমিক প্রতিনিধিরা কমিশনের কাছে বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরলে  শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন বলেন, কারখানা মালিকদের সঙ্গে ভয়ডরহীনভাবে শ্রমিক সংগঠনগুলোর আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। না হলে গার্মেন্টস খাতে অস্থিরতা কমানো সম্ভব নয়। অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকদের দক্ষ করে তুলতে হবে। এ ছাড়া শ্রম খাতে সংস্কারে লিঙ্গবৈষম্য ও জলবায়ুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানায় কমিশন।</p> <p> </p>