<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নির্বাহী প্রধান ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে মতবিনিময়সভা করেছে ঢাকা সফররত ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ে তারা মতবিনিময় করেন। সভায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে সম্ভাব্য করণীয় ও চ্যালেঞ্জ উত্তরণের বিষয়ে আলোচনা হয়। এফপিসিসিআই প্রতিনিধিদল জানায়, দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এফপিসিসিআই কাজ করে যাচ্ছে। সভায় দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে খাতভিত্তিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যার মধ্যে অন্যতম কৃষি ও কৃষিজাত পণ্য, ম্যান মেড ফাইবার, লেদার ও লেদার গুডস, ভোজ্য তেল, হালাল মাংস, হালাল পোশাক, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ ও হোম টেক্সটাইল উল্লেখযোগ্য।</span></span></span></span></p>