যারা ফাকিবাজ তারা ঠিকই ফাকি দেয়, আরা যাঁরা নিয়ম-কানুন মানেন (কমপ্লায়েন্ট) তাঁদের ওপর করের বোঝা বাড়ানো হয়। এটা আয়কর, ভ্যাট ও কাস্টমস সব জায়গাতেই। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। কমপ্লায়েন্টদের দেখে অন্যরা কমপ্লায়েন্ট হবে।
অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করতে চায় এনবিআর
নিজস্ব প্রতিবেদক

গতকাল রবিবার এনবিআর মিলনায়তনে আমদানি-রপ্তানি হাব ও শুল্কের আধুনিকায়নে কৌশলগত পরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে ১০টি প্রতিষ্ঠানকে অথোরাইজেশড ইকোনমিক সার্টিফিকেট (এইও) সনদ দেওয়া হয়েছে। এর আগে আরো সাতটি প্রতিষ্ঠান এই সনদ পেয়েছিল।
তিনি বলেন, ‘পুরনো ধ্যানধারণা নিয়ে অন্য দেশের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে পারব না। আপনারা যদি কমপ্লায়েন্ট হয়ে এইও নেন, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়।’
এক্সপোর্ট-ইমপোর্ট হাব প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা পুরনো প্লেয়ার, তারাই সব দখল করে আছে। অথচ দেশ বড় হচ্ছে, নতুন নতুন প্লেয়াররা মার্কেটে আসার চেষ্টা করছে।
সম্পর্কিত খবর

করপোরেট খবর

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।

সংক্ষিপ্ত
ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন
বাণিজ্য ডেস্ক

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।