ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

এলডিসি উত্তরণে আরো ৩ বছর প্রয়োজন

  • বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এলডিসি উত্তরণ পিছিয়ে নেওয়া প্রয়োজন -তাসকীন আহমেদ, সভাপতি, ডিসিসিআই
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এলডিসি উত্তরণে আরো ৩ বছর প্রয়োজন

এলডিসি উত্তরণে আরো দু-তিন বছর সময় প্রয়োজন বলে মনে করেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। গতকাল সোমবার ডিসিসিআইতে এলডিসি উত্তরণে মসৃণ রূপান্তর কৌশল (এসটিএস) বাস্তবায়ন শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনাসভায় বক্তারা এ অভিমত দেন।

বক্তারা বলেন, বিদ্যমান বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা, শিল্প খাতে জ্বালানিসংকট, উচ্চ মূল্যস্ফীতি ও পণ্য আমদানিতে উচ্চ শুল্ক, উচ্চ সুদ হার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহের স্বল্পতা প্রভৃতি কারণে ব্যবসায়ীরা প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছেন। এমন বাস্তবতায় বাংলাদেশের এলডিসি উত্তরণ কমপক্ষে দু-তিন বছর পিছিয়ে নেওয়া প্রয়োজন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট (এসএসজিপি) যৌথভাবে এ আলোচনাসভার আয়োজন করে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী প্রধান অতিথি হিসেবে ছিলেন। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ।

তিনি বলেন, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি হতে উত্তরণের তারিখ নির্ধারিত রয়েছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এলডিসি উত্তরণ পিছিয়ে নেওয়া প্রয়োজন। বিদ্যমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় সরকারি-বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি, ট্রানজিশন স্ট্র্যাটেজির বাস্তবায়ন এবং নীতির সংস্কার ও যুগোপযোগীকরণের লক্ষ্যে বাংলাদেশের এলডিসি উত্তরণে মসৃণ রূপান্তর কৌশলের (এসটিএস) যথাযথ বাস্তবায়ন একান্ত অপরিহার্য।

মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, এলডিসি-পরবর্তী সময়ে বাণিজ্য সুবিধা চলে যাওয়ার প্রভাব মোকাবেলায় আমাদের সব স্তরে সক্ষমতা বাড়াতে হবে।

   

মাহবুবুর রহমান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকবেলায় শুরু থেকেই যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ঘাটতি ছিল। তবে বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে কতটুকু টেকসই উপায়ে এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর করা যাবে, তার দিকে বেশি মনোযোগ দিতে হবে। তিনি তৈরি পোশাক খাতের পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি প্যাকেজিং খাতের উন্নয়নের বিষয়ে মনোযোগী হতে বেসরকারি খাতের প্রতিনিধিদের আহবান জানান। 

এলডিসির স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির বিষয়ে এসএসজিপির কম্পোনেন্ট ম্যানেজার ড. মোস্তফা আবিদ খান বলেন, আমাদের মোট রপ্তানির প্রায় ৭৩ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে, যা এলডিসি-পরবর্তী সময়ে আমরা গ্রহণ করতে পারব না, তা ছাড়া বেশ কিছু প্রাতিষ্ঠানিক সুবিধাপ্রাপ্তি হতেও আমরা বঞ্চিত হব।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় এসএসজিপির কম্পোনেন্ট ম্যানেজার ড. মো. রেজাউল বাসার সিদ্দিকী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমানসহ প্রমুখ অংশগ্রহণ করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/28-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসানসহ অন্য কর্মকর্তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ