মক্তবে কোরআন শরিফ পড়া শেষ করে আর বাড়ি ফেরা হলো না কুষ্টিয়ার খোকসা উপজেলার চার শিশু শিক্ষার্থীর। তাদের মধ্যে দুজন ছিল আপন বোন। মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় তারা সবাই। এ ছাড়া নরসিংদী, কক্সবাজার ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গতকাল রবিবার আরো তিনজনের মৃত্যু হয়েছে।
গতকাল সকালে খোকসা উপজেলার শিমুলিয়ায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় চার শিশু নিহত হয়। তারা শিমুলিয়া কুঠিপাড়া মক্তবের শিক্ষার্থী ছিল। নিহতরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পলান শেখের দুই মেয়ে তানজিলা (১১) ও মারিয়া (১২), হানিফের মেয়ে মিম (১২) এবং হেলাল উদ্দিনের মেয়ে বীথি (১১)। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল বিকেলে পেকুয়ায় লবণবাহী ট্রাকচাপায় এক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, নিহত আব্দুস সালাম (৪০) পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুডা এলাকার নুরুল আলমের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মরিচ ব্যবসায়ী ছিলেন।
নরসিংদীর রায়পুরায় মুনতাহা (৫) নামের এক শিশুকে পিষে মেরেছে লাবিবা পরিবহনের বাস। এ ঘটনায় শিশুটির নানি মমতাজ বেগমও (৫০) আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায়। নিহত মুনতাহা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার সৌদিপ্রবাসী মামুন মিয়ার মেয়ে।
ভৈরব হাইওয়ে থানার এসআই জাফর মিয়া জানান, দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার পর বাস ও চালককে আটক করা হয়েছে।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কে প্রাইভেট কারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম নুরুল আবছার (৬৭)। তিনি রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বাসিন্দা। গতকাল সকালে রাউজান পৌরসভার জানালীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবছার সড়ক পার হওয়ার সময় মুন্সিরঘাটামুখী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।