<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৫ সালের অমর একুশে বইমেলা সামনে রেখে চার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে প্রকাশকদের তিনটি সংগঠন। বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে গতকাল বিকেল ৩টায় অনশনে বসেন প্রকাশকরা। সাড়ে ৪টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ বইমেলা পরিচালনা কমিটির সদস্যরা এসে প্রকাশকদের সঙ্গে কথা বলেন। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে প্রকাশকরা অনশন কর্মসূচি তুলে নেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গতকাল বাংলা একাডেমিতে বইমেলা পরিচালনা কমিটির সভা ছিল। সভা সামনে রেখেই অনশন কর্মসূচির আয়োজন করে সৃজনশীল প্রকাশকদের তিনটি সংগঠন। বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক ফোরামের অর্ধশতাধিক সদস্য অনশন কর্মসূচিতে যোগ দেন। প্রকাশক নেতারা এ সময় একুশে বইমেলায় স্টলভাড়া কমানো, প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, বিগত সরকারের আমলে অন্যায় সুবিধাভোগী প্রকাশকদের কালো তালিকাভুক্ত করা এবং বাংলা একাডেমির বইমেলা আয়োজন কমিটিতে প্রকাশক প্রতিনিধি বৃদ্ধির দাবি জানান। এ সময় বইমেলা আয়োজন কমিটিতে থাকা প্রকাশক প্রতিনিধিরা অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সূচীপত্রের প্রকাশক সাঈদ বারী, শিকড়ের মিজানুর রহমান, হাসির হেলাল উদ্দিন, রিদমের আবদুল গফুর, শিল্পীর মশিউর রহমান, মুক্তচিন্তার শিহাব বাহাদুর, উত্তরণের মাসউদুল হক, আবিষ্কারের দেলোয়ার হাসান প্রমুখ।</span></span></span></span></span></p>