<p>মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত রবিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া অধ্যাপক ড. কাউসার আহাম্মদের সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে অবশিষ্ট চুক্তির মেয়াদ বাতিল করা হয় অন্য এক আদেশে। এদিকে যুগ্ম সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে তাঁদের পদোন্নতি কার্যকর করা হবে বলে সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।</p> <p>পদোন্নতিপ্রাপ্তরা হলেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক (যুগ্ম সচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার (যুগ্ম সচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য (যুগ্ম সচিব) মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) হাওলাদার মো. রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।</p> <p> </p> <p> </p>