<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৪-২৭) অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে এম এ বাতেন এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সংগঠনের সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কার্যকরী সভাপতি পদে আক্তারুজ্জামান বাবুল, কোষাধ্যক্ষ পদে এ এস এম আহম্মেদ খোকন এবং দপ্তর সম্পাদক পদে কাজী মো. জুবায়ের মাসুদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আরো ৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ জন নির্বাচিত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফয়জুল ইউসুফ চৌধুরী। এ সময় শ্রম অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক আফিফা বেগম এবং অধিদপ্তরের সাতজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন হয়েছে। পরিবহন মালিকরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পেরেছেন। আশা করি, সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>