<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরোপিয়ান ইউনির্ভাসিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসানকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন।  তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজনী আক্তার নামের এক নারীকে খালাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শরীফুল ইসলাম লিটন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হাসিবুল হোসেন ওরফে হাসিব,  শ্রাবণ ওরফে শাওন ও আব্দুল্লাহ আল নোমান। তাঁদের মধ্যে শাওন পলাতক রয়েছেন। হাসিব গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাটের, শাওন গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরার ও নোমান রাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরনের বাসিন্দা। এদিন কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক থাকায় অপর আসামি শাওনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা যায়, জিসান পড়াশোনার পাশাপাশি বাইক শেয়ারিংয়ের (পাঠাও) কাজ করতেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>