<p>সুনামগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত যুবক উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে সাইদুল ইসলাম (২৬)। তাঁকে বিএসএফ নাকি ভারতীয় গারো সম্প্রদায়ের লোকজন গুলি করেছে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।</p> <p>সুনামগঞ্জ-২৮ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশি সুপারি পাঠানোর চেষ্টা করেন ওই যুবক। এ সময় ভারতের অভ্যন্তর থেকে গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</p> <p>সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানা যাবে কার গুলিতে যুবক নিহত হয়েছে।</p> <p>সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে।</p>