ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত না হলেও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ঈদের ছুটিতে জমজমাট প্রচারণা চালিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। ঈদ শুভেচ্ছার নামে নিজ নিজ আসনে প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ফলে দীর্ঘদিন পর নির্বাচনী এলাকাগুলো সরগরম হয়ে ওঠে।
ঈদের ছুটিতে গণসংযোগ
সম্ভাব্য প্রার্থীদের জমজমাট প্রচারণা
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং দুই মেয়েও ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও লন্ডনে আছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁওয়ে গ্রামের বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গত মঙ্গলবার চট্টগ্রামে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দিন সকালে জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দলের ঢাকা মহানগরী দক্ষিণ অফিসে গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রমনায় শহীদ ফারহান ফাইয়াজের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনায়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লায়, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায়, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম কুমিল্লার লাকসামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতর উদযাপন করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে দলটি। তারা জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জেলায় শহীদ হওয়া পরিবারের সঙ্গে ঈদ পালন করেছে। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসংযোগ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এখনো নির্বাচনী এলাকায় সক্রিয় হতে দেখা যায়নি। তিনি ঈদের দিন দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন।
এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে রংপুর-৪ আসনে ঈদের ছুটিতে গণসংযোগ চালাতে দেখা গেছে। শতাধিক গাড়ির শোডাউন দিয়ে আলোচনায় এসেছেন পঞ্চগড়-১ আসনের সম্ভাব্য প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কুমিল্লার দেবীদ্বারে কয়েক দিন ধরেই সক্রিয় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করতে পারেন। চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। যুগ্ম আহ্বায়ক অনিক রায় নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই-শাল্লায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলায়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা চট্টগ্রামের ফটিকছড়িতে, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুর, সারোয়ার তুষার নরসিংদী ও খালেদ সাইফুল্লাহ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক চট্টগ্রামের বাঁশখালী ও জয়নাল আবেদীন শিশির কুমিল্লার নাঙ্গলকোট, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঝালকাঠির রাজাপুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বাম দলগুলোর শীর্ষ নেতারাও। সিপিবি সভাপতি মো. শাহ আলম চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গতকাল খুলনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঈদের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরদিন গ্রামের বাড়ি বাগেরহাট গেছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী ঈদে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
নির্বাচন নিয়ে বক্তৃতা-বিবৃতি দিলেও নির্বাচনী এলাকায় দেখা যায়নি জাতীয় পার্টি প্রার্থীদের। দলের চেয়ারম্যান জি এম কাদের ঈদের দিন বনানীতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঈদে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৫
নিজস্ব প্রতিবেদক

সাঁড়াশি অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনভর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জাবেদ, রুবেল, মুরাদ, তাহিদুল, মিরাজ, সাম, মুনসুর, আরিফ, মন্টি পাটোয়ারী, জামিল, সজল, শোয়েব, মাহাফুজ, আরিফ ও রাশেদ।

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী রাজধানীতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে মামলা আছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) রেজাউল করিম মল্লিক বলেন, কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে।

‘গরমে সব আদালতে যেন এসি দেওয়া হয়’
নিজস্ব প্রতিবেদক

গরমে অধস্তন আদালতের এজলাসে (বিচারকক্ষে) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার-এসি) বসাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। গতকাল রবিবার তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, গরমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সংশ্লিষ্ট আইনজীবীদের কালো গাউন পরতে হবে।
গরমে কালো গাউন পরা নিয়ে গত ২৫ মার্চ বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
গতকাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয়টি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সুপ্রিম কোর্টের এই বিজ্ঞপ্তি অনুসারে ট্রাইব্যুনাল গরমে গাউন পরা শিথিল করবে কি না জানতে চান।
তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এখানে তো এসি আছে, তাই এখানে গাউন পরতে হবে। এসি থাকলে গাউন পরতে সমস্যা কী? তার পরও কেউ যদি গরমে গাউন পরতে অসুবিধা বোধ করেন, আমাদের বললে আমরা সেটি বিবেচনা করব।’
চেয়ারম্যান বলেন, ‘নিম্ন আদালতের প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করা উচিত। সেখানে বিচারপ্রার্থী, আসামি, আইনজীবীসহ অনেক মানুষের উপস্থিতি থাকে।
ট্রাইব্যুনালে এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও উপস্থিত ছিলেন।

ছুটি শেষে খুলেছে সচিবালয় কাটেনি ঈদের আমেজ
বিশেষ প্রতিনিধি

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে গতকাল রবিবার খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের আমেজ এখনো কাটেনি। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন।
গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই উপস্থিত, আবার অনেক কক্ষে চেয়ার-টেবিল ফাঁকা পড়ে রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। কোলাকুলি করছেন একে অপরের সঙ্গে।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার অফিস খুলেছে, তবে অনেকেই ঐচ্ছিক ছুটি উপভোগ করছেন।
গত সোমবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।