<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর কাজী বাবুল সড়ক ও জনপথের অর্ধশত কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি অনেকের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিও দখল করে রেখেছেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত কাজী মফিজুর রহমানের ছেলে কাজী বাবুল ২০১১ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৭ সাল পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১১ সালে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে আওয়ামী সমর্থিত নির্বাচিত মেয়র মিজানের আস্থাভাজন হয়ে ওঠেন।  দখল শুরু করেন একের পর এক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সওজের মূল্যবান কোটি কোটি টাকার জায়গা। গড়ে তোলেন মার্কেট ও দোকানঘর। নিয়ন্ত্রণে নেন বাস ও সিএনজি স্ট্যান্ড। জোরপূর্বক বাগিয়ে নেন পৌর বাজার ইজারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৫ সালের পৌরসভা নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও কাউন্সিলর নির্বাচিত হন। জড়িয়ে পড়েন সীমান্ত চোরাচালানের সঙ্গে। হয়ে ওঠেন আরো বেপরোয়া। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। বর্তমানে তাঁর দখলে রয়েছে চৌদ্দগ্রাম কলেজ থেকে জামে মসজিদ রোড পর্যন্ত সওজের অর্ধশত কোটি টাকার মূল্যবান সম্পত্তি। এসব জায়গায় তিনি দোকানঘর ও মার্কেট নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করে নিচ্ছেন। এ ছাড়া মহাসড়কের পাশে যাত্রীছাউনিসহ সাধারণ নাগরিকদের চলাচলের জায়গা দখল করে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের পৌর নির্বাচনে সাবেক মেয়র মিজানুর রহমান মনোনয়নবঞ্চিত হন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জি এম মীর হোসেন মীরু। এরপর কাজী বাবুল আবার তাঁর খোলস পরিবর্তন করে মীরুর সঙ্গে ভাব জমিয়ে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য মুজিবুল হকের আস্থাভাজন হয়ে ওঠেন। ঠিক এর কয়েক দিন পরেই তিনি সাবেক মেয়র মিজানুর রহমানের নিকটাত্মীয় নজরুল ইসলামের ৬০ লাখ টাকার সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতে মামলা করেও কোনো সুফল পাননি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী বাবুল আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। বাধা প্রদান করলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকাছাড়া করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহিন উদ্দিন নামের এক ভুক্তভোগী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী বাবুল কাউন্সিলর হওয়ার পর থেকে অনেক বেপরোয়া হয়ে ওঠেন। আমার মা তাঁর কাছে বয়স্ক ভাতার কার্ডের জন্য গেলে তিনি আমার মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আদালতে মামলা করলেও তাঁর প্রভাবের কারণে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর অনেক ভুক্তভোগী মুখ খুলতে শুরু করেছেন। অনেকে তাঁদের সম্পত্তি ফেরতের দাবি জানিয়ে চৌদ্দগ্রাম থানা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে কাজী বাবুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ জামান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী বাবুলের বিরুদ্ধে থানায় দুই ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সওজের জায়গা দখলের সম্পর্কে সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যারা সওজের জায়গা দখল করে রেখেছে, শিগগির তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>