<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীতের তীব্রতা একটু বাড়তেই নওগাঁর সাপাহারে জবই বিলে পরিযায়ী পাখির কলতানে বিল এলাকা বেশ মুখর হয়ে উঠেছে। প্রতিবছরের মতো এবারও একটু আগেভাগেই এই বিলে অতিথি পাখিদের পদচারণ লক্ষ করা গেছে বলে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সোহানসহ অনেকেই জানিয়েছেন। এরই মধ্যে সাইবেরিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখির মধ্যে বড় খোঁপা, ডুবুরি, লেঞ্জাহাঁস, পিয়াং হাঁস, চখাচখিসহ প্রায় ৪০ প্রজাতির পাখির দেখা মিলেছে এই বিলে। কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রেমী, বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর জাহাঙ্গীর কবির পরিদর্শক, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষক ফেডারেশনের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম জবই বিল ভ্রমণ করেছেন। তাঁদের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে এই বিলে অতিথি পাখিসহ সর্বমোট পাখির সংখ্যা ছিল ১১ হাজার ২৩০টি।</span></span></span></span></span></p>