<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শ্রাবনী আক্তার খুশি। প্রায় এক বছর আগে থেকে শরীরে পরিবর্তন লক্ষ করে সে। এক পর্যায়ে ছেলেতে রূপান্তরিত হয় মেয়েটি। বর্তমানে তার নাম রাখা হয়েছে ওমর ফারুক। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার কৃষক খোকন মিয়ার বড় মেয়ে। এ নিয়ে গ্রামবাসীর আগ্রহের শেষ নেই। এ ঘটনায় খুশি শ্রাবনীর মা-বাবা। কারণ এই কৃষক দম্পতির কোনো ছেলেসন্তান ছিল না।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, প্রায় এক বছর ধরে শ্রাবনীর আচরণে ছেলেদের মতো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তার পরিবার নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ছয় মাস ধরে চলা মেডিক্যাল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে শ্রাবনী শারীরিকভাবে একজন ছেলেতে রূপান্তরিত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এন এ এম আবুল বাসার বলেন, মাঝেমধ্যেই ছেলে থেকে মেয়ে আবার মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটে থাকে। এটা সাধারণত হরমোনজনিত পরিবর্তনের কারণে ঘটে থাকে। শ্রাবনী আক্তার খুশির ক্ষেত্রে সে ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।</span></span></span></span></span></p>