<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোচিত স্কুলছাত্রী পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ঘটনার ২৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার পূর্বদেলুয়া নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরুল ইসলাম (৪২) ওই গ্রামের জিল্লুর রহমান ওরফে বেলালের ছেলে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে ২০০১ সালের ৮ অক্টোবর পূর্বদেলুয়া গ্রামে পূর্ণিমা রানী শীল (১২) গণধর্ষণের শিকার হন। তাঁকে ধর্ষণের পর একটি কচুক্ষেতে ফেলে রাখা হয়। এই ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছিল। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম ঘটনার পরই মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। তিন-চার মাস আগে তিনি দেশে ফিরে পলাতক ছিলেন।</span></span></span></span></p>