<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহে প্রতিনিয়ত ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। প্রায়ই শোনা যাচ্ছে বাসাবাড়ি, অফিস কিংবা দোকানে চুরি করে মালপত্র নিয়ে যাচ্ছে চোরচক্র। এ ছাড়া সন্ধ্যার পর শহর ও গ্রামের বিভিন্ন সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ শুক্রবার (৩ ডিসেম্বর) ভোররাতে শৈলকুপার ফুলহরি গ্রামের বিপ্লব সাহার বাড়ি থেকে অস্ত্রের মুখে নগদ টাকা ও বিপুল পরিমাণ সোনা নিয়ে যায় ডাকাতদল। গেল সপ্তাহে কোটচাঁদপুরের ঘাঘা গ্রামে বোমা বিস্ফোরণ করে সুবল প্রামাণিকের বাড়িতে ডাকাতি করা হয়। এর আগে শৈলকুপার শেখপাড়া বাজার থেকে বিকাশ জোয়ার্দ্দারের মুদি দোকানের শার্টার কেটে মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। একই দিন নাগিরাট গ্রাম থেকে রবিউল ইসলাম নামের এক ভ্যানচালকের বাড়ি থেকে ভ্যান চুরি করে নিয়ে যায় চোরচক্র। ঝিনাইদহ শহরের হামদহ এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের শার্টার ভেঙে মালপত্র নিয়ে গেছে। এসব ঘটনায় থানা পুলিশ তেমন কিছুই জানে না।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পুলিশের হিসাবে গত দুই মাসে ঝিনাইদহের ছয় উপজেলায় মাত্র ১৬টি চুরি-ডাকাতি সংঘটিত হয়েছে। তবে সূত্রের দাবি, সব চুরি-ছিনতাইয়ের ঘটনা থানা-পুলিশ পর্যন্ত পৌঁছায় না। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আবদুল কাদির, পার্বতীপুর (দিনাজপুর) থেকে জানান, দিনাজপুরের পার্বতীপুরে গত পাঁচ দিনের ব্যবধানে গভীর রাতে তিনটি গ্রামের একাধিক কৃষকের বাড়িতে দুর্ধর্ষ গরু চুরি সংঘটিত হয়েছে। গ্রামবাসী জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পৌরসভার বৃত্তিপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের বাড়িতে অজ্ঞাত চোরের দল প্রবেশ করে গোয়ালঘর থেকে চার লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি করে নিয়ে যায়। অন্যদিকে একই সময়ে নিকটবর্তী রামপুর ইউনিয়নের বাওদিয়া পাড়া গ্রামের একরামুলের বাড়ি থেকেও তিন লাখ টাকা মূল্যের দুটি গরু নিয়ে যায় চোরের দল।</span></span></span></span></p>