<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের ওপর কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজাপুর সেতু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নির্মাণের কাজ প্রায় তিন বছর ছয় মাস আগে শেষ হয়েছে, কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ এখনো শেষ হয়নি। সড়কের জন্য বালু পরিবহনে বর্তমান বালু ইজারাদারের বাধা ও ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয় লোকজনের বাধায় ৩৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মেয়াদে প্রায় সাড়ে চার বছরে এখন পর্যন্ত হয়েছে মাত্র ৩০ শতাংশ কাজ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়ন পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের রাজাপুর সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ৯৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের ১ জুলাই। ৩৪ কোটি টাকায় ব্যয়ে সেতু নির্মাণ কাজ ২০২১ সালের জুন মাসে শেষ হয়। ২০২০ সালে কার্যাদেশ পাওয়া প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স মো. জামিল ইকবাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের এপ্রিল মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ভূমি অধিগ্রহণে নানা জটিলতা থাকায় পরবর্তী সময়ে দুই দফায় কাজের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে রাজাপুর-চাতলাপুর সংযোগ সড়কের কাজে শরীফপুর ইউনিয়নের মনোহরপুর মৌজায় শতাধিক লোক এখনো জমি অধিগ্রহণের কোনো টাকা পায়নি। এ কারণে শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়ার নেতৃত্বে টাকা না পাওয়ায় তারা কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে লাল মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কেন বাধা দিতে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে সংযোগ সড়কসহ বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের জন্য বালু পরিবহনে বাধার অভিযোগ এনে গত ৩ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেন বালু উত্তোলনের সাবেক ইজারাদার দীপক দে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সওজ অধিদপ্তরের কুলাউড়া সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আক্কাছ আলী বলেন, সংযোগ সড়কের কাজের জন্য পুরোপুরিভাবে জমি বুঝে না পাওয়ার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. কায়ছার হামিদ বলেন, বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়কে জানানো হয়েছে।</span></span></span></span></span></p>