<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছাদ্দিক আহমদ নোমান গত ৫ আগস্টের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে সেবাবঞ্চিত হচ্ছে ইউনিয়নের জনগণ। তাই তাঁকে অপসারণের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন করেছে ইউনিয়নের লোকজন। সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, ক্রীড়া সংগঠক জায়েদ জামান খান তামি, ব্যবসায়ী শাহাদাৎ হোসেন চৌধুরী, শামীম আহমদ, সংগঠক আলতাফ হোসেন সুহেল, ইমরান আহমদ, জনতাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ পাপ্পু, ব্যবসায়ী  সুমন আহমদ, মাহতাব মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল জনতা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চেয়ারম্যান নোমানের অপসারণ চেয়ে ইউনিয়নের অর্ধ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়।</span></span></span></span></span></p>