ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অন্যকে ফাঁসাতে নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে এক হতভাগা ছেলে। আলাদা স্থানে আরো দুই খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ব্রাহ্মণবাড়িয়া : দা দিয়ে কুপিয়ে মায়ের মৃত্যু নিশ্চিত করে ছেলে।
এরপর রক্তমাখা দা পরনে থাকা টিশার্ট দিয়ে পরিষ্কার করে। জমি নিয়ে বিরোধ থাকা স্বজনদের ফাঁসাতে মায়ের পাশে বসেই বিলাপ করতে থাকে সেই ছেলে। তবে শেষ রক্ষা হয়নি ঘাতকের। সাত বছরের ভাগ্নে জানিয়ে দেয়, মামাই তার নানুকে খুন করেছে। ঘাতক ছেলের গলায় থাকা রক্তাক্ত তাবিজ দেখে সন্দেহ আরো প্রকট হয়। শেষ পর্যন্ত মাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ওই ছেলে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের। বৃহস্পতিবার ভোরে ছেলে সিয়ামের হাতে খুন হন নাসিমা আক্তার নামের ওই নারী। খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দিতে পাওনা টাকা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দাউদকান্দির পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়িতে। নিহত চা দোকানদার হাবিবুর রহমান তালুকদার (৫৮) নয়ানগর গ্রামের মৃত গফুর তালুকদারের ছেলে।
পরে এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে রাতের আঁধারে বাড়িতে ঢুকে কে বা কারা কুপিয়েছে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত ৯টার আগেই উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেগম জয়পুর গ্রামের মোকসেদ আলীর স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর এলাকার একটি সরিষা ক্ষেত থেকে শ্রী পলাশ (১৭) নামে এক তরুণ অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পলাশ সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের মাছ বিক্রেতা শ্রী লকফরের ছেলে।
ধামরাই (ঢাকা) : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শুঁটকি মাছ ব্যবসায়ী মৈজুদ্দিন (৪৭) নিখোঁজ হয়েছিলেন গত বৃহস্পতিবার। পরিবারের পক্ষ থেকে ওই দিন থানায় জিডি করা হয়। শুক্রবার সকালে তাঁর লাশ পাওয়া যায় ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা-চাউনা এলাকায়। নিহত মৈজুদ্দিন করিমগঞ্জের কিরাটন গৌরারগোপ এলাকার আব্দুল বারেকের ছেলে।
খুলনা : খুলনায় নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে থেকে গতকাল সকালে রহিমা খাতুন (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী নগরীর খালিশপুরের আলমনগর পোড়া মসজিদ এলাকার সোহরাবের বাড়ির ভাড়াটিয়া মোখলেসুর রহমানের স্ত্রী।
রাজশাহী : রাজশাহী নগরীতে বিদেশফেরত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা এলাকার একটি বাড়ি থেকে নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে পাশের বাড়ির ভাড়াটিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর নাম মোসা. হেলেনা (৩৫)।