বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সমপ্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে।