ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ

শেয়ার
কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ
রুনা খান—টিভি ও চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রী এলেন বাঙালি সাজে।

গতকাল ছিল দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিনে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ও গুণী মানুষজন শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। এসেছেন শোবিজ অঙ্গনের অনেকেই। তাঁদের পদচারণে উৎসবের আমেজ যেন আরো রঙিন হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা তারকাদের একাংশের ছবি নিয়ে এই আয়োজন


কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ

 দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সঙ্গে কুশল বিনিময়ে মশগুল জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।


কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ

 নিরব হোসেন ও সোহেল মণ্ডল—একজন ঢালিউডের জনপ্রিয় নায়ক, অন্যজন সিনেমা, নাটক ও ওটিটিতে প্রসংশার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।


কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ

 সফল নারী নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে মডেল-অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথি।


কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ

 জান্নাতুল ফেরদৌস ঐশী—মিস ওয়ার্ল্ড বাংলাদেশ [২০১৮] হয়ে তিনি এখন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী।


কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে : তাঁদের পদচারণ

 সবার আগে হাজির ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তাঁর সঙ্গে কালের কণ্ঠের উপ-ফিচার সম্পাদক দাউদ হোসাইন রনি।

ছবি তুলেছেন শেখ হাসান ও লুৎফর রহমান

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

বি হ্যাপি

শেয়ার
বি হ্যাপি
‘বি হ্যাপি’ ছবির দৃশ্য

অ্যামাজন প্রাইম ভিডিওতে শুক্রবার মুক্তি পেয়েছে রেমো ডি’সুজার ছবি ‘বি হ্যাপি’। শিব রাস্তোগি একজন সিঙ্গেল ফাদার। তার কন্যা ধারা দারুণ নাচতে পারে। অংশ নিতে চায় ভারতের সবচেয়ে বড় ডান্স রিয়ালিটি শোতে।

বাবা-মেয়ের এই জার্নি উঠে এসেছে ছবিতে। অভিনয়ে আছেন অভিষেক বচ্চন, ইনায়াত বর্মা, নোরা ফাতেহি, নাসের, জনি লিভার প্রমুখ।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

অন্যরকম ভালোবাসা

শেয়ার
অন্যরকম ভালোবাসা
‘অন্যরকম ভালোবাসা’ ছবিতে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, সারা জেরিন, রাজ্জাক। পরিচালনা শাহীন সুমন। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র: শিক্ষিত বেকার যুবক শুভ।

চাকরি না পেয়ে হতাশ হয়ে বিদেশে যেতে চায়। সেখানেও ব্যর্থতা। অগত্যা আমেরিকান নাগরিকত্ব পাওয়া নিঝুমের সঙ্গে ভাব জমায়। তাদের প্রেমও হয়।
ঘটনাক্রমে শুভর জীবনে আসে আরেক নারী মিষ্টি। তার প্রতি দুর্বল হয়ে যায় শুভ। দেখা দেয় ত্রিকোণ প্রেমের জটিলতা।

মন্তব্য
টিভি হাইলাইটস

পরকাল

শেয়ার
পরকাল
‘পরকাল’ ধারাবাহিকের দৃশ্য

বৈশাখী টেলিভিশনে আজ রয়েছে রমজান মাসের বিশেষ ধারাবাহিক নাটক ‘পরকাল’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা,  মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা প্রমুখ।

 

স্টুডিও বি

আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্ব ‘দি এআই সিরিজ: ইনট্রোডাকশন টু এআই’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কত দূর এগিয়েছে, বিশ্বের ওপর এর প্রভাব কেমন, তা নিয়ে কথা বলবেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা ও অধ্যাপক মাইকেল উল্ডরিজ।

 

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

অল্পের জন্য বাঁচলেন পূর্ণি

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
অল্পের জন্য বাঁচলেন পূর্ণি

গান ও অভিনয়ে সময়টা দারুণ কাটছে পারশা মাহজাবীন পূর্ণির। এর মধ্যেই হঠাৎ বিপদের সম্মুখীন। তবে অল্পের জন্য রক্ষা পেলেন। গতকাল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পূর্ণি।

তবে ক্ষয়ক্ষতির আগেই বের হতে সক্ষম হন তিনি। পূর্ণি জানান, একটি রাইড শেয়ারিং গাড়িতে চড়ে যাচ্ছিলেন তিনি। কুর্মিটোলা এলাকায় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনার কিছুক্ষণ পর ফেসবুকে পূর্ণি লেখেন, ‘ধোঁয়ায় আমার গলা এখনো জ্বলছে।
গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কিভাবে যে বেঁচে গেছি!’

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ