<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেভিস কাপের শিরোপা ইতালির। ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০তে হারিয়ে বিশ্ব আসরের শিরোপা নিজেদের কাছে রেখে দিল তারা। এককের ম্যাচে বোতিচ ফন দেকে হারিয়ে ইতালিকে এগিয়ে দেন মাত্তেও বেরেত্তিনি। এরপর র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান ইয়ানিক সিনার ২-০ সেটে তালোন গ্রিয়েকস্পোরকে হারালে শিরোপা নিশ্চিত হয় ইতালির। এএফপি</span></span></span></span></p>