<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সিরিজের প্রথম ম্যাচটি ১২ রানে হারের পর গতকাল স্রেফ উড়ে গেছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছেন আয়ারল্যান্ডের মেয়েরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম টি-টোয়েন্টির মতো পাহাড়সম সংগ্রহ জমাতে না পারলেও ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে আইরিশরা। সাধ্যের মধ্যে থাকলেও লক্ষ্যপূরণে ব্যর্থ হয় বাংলাদেশ দল। গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। এ নিয়ে টানা পাঁচটি টি-টোয়েন্টি হারলেন নিগার সুলতানারা। আর সিলেটে হেরেছেন টানা ৯ ম্যাচ। সিলেটে স্পোর্টিং উইকেট হওয়ায় ব্যাটাররা চ্যালেঞ্জ নিতে পারছেন না বলে মন্তব্য করেন দলটির বোলিং কোচ রবিউল ইসলাম, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ধরনের উইকেটে ব্যাটারদের চ্যালেঞ্জ নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। মনে হয় সেটি আমরা পারছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উইকেট বিবেচনায় গতকাল হারের জন্য বোলারদের কাঠগড়ায় ওঠানোর সুযোগ কম। সফরকারী ব্যাটারদের ইনিংস বড় করতে দেননি বোলাররা। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে আইরিশরা। পরে ওরলা প্রেন্ডারগাস্টের ৩২ ও লরা ডেলানির ৩৫ রানের সৌজন্যে ১৩৪ রান করে আয়ারল্যান্ড।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রান তাড়ায় নেমে পাওয়ার প্লেতে ২২ রানে ৪ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। এখানেই ফল নির্ধারণ হয়ে গেছে বলে মনে করেন রবিউল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম ৬ ওভারে আমরা ৪ উইকেট হারিয়ে ফেলি। এখানেই আমাদের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শারমিন আক্তার (৩৮) এক প্রান্ত ধরে রেখে খেললেও অন্যরা দায়িত্ব নিতে পারেননি। ১৭.১ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ দল।</span></span></span></span></p>