<p>ছন্দঃপতন বার্সেলোনার। হ্যান্সি ফ্লিকের অধীনে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল কাতালানরা। স্বপ্নের এই পথচলায় তারা গোলোৎসব করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও। কিন্তু এরপর একের পর এক হোঁচটে শীর্ষচ্যুত হয়ে লা লিগার শিরোপা রেসেও পিছিয়ে পড়ছে হ্যান্সি ফ্লিকের দল। সর্বশেষ তাদের হারের তেতো স্বাদ দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।</p> <p><img alt="বার্সার মাঠে অ্যাতলেতিকোর উৎসব" height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/19-12-2024/Rif/23-12-2024-p13-8.jpg" style="float:left" width="250" />মাদ্রিদের এই ক্লাবটির কাছে বার্সেলোনার মাঠ ছিল রীতিমতো দুর্গ! ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই দুর্গ জয় করল অ্যাতলেতিকো। তা-ও আবার পিছিয়ে পড়েও তিন পয়েন্ট নিয়ে ফিরেছে তারা। বার্সার মাঠে কোচ দিয়েগো সিমিওনের প্রথম জয়টা ২-১ গোলে।  ঘরের মাঠে ঘরোয়া লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল কাতালানরা। সব মিলিয়ে লা লিগায় সর্বশেষ সাত ম্যাচে মোটে একটি জয় হ্যান্সি ফ্লিকের দলের।</p> <p>অ্যাতলেতিকোর বিপক্ষে দাপটেই খেলেছে বার্সেলোনা। খেলার ত্রিশ মিনিটে কাঙ্ক্ষিত গোলও এনে দেন পেদ্রি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এমন ম্যাচে হেরে যাওয়ার কোনো ব্যাখ্যা নেই বার্সার রক্ষণভাগের খেলোয়াড় পাউ কুবারসির, ‘এটা ব্যাখ্যাতীত... খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি।’ হার মেনে নিতে কষ্ট হচ্ছে গোলদাতা পেদ্রিরও, ‘এমন হার মেনে নেওয়া কঠিন। ম্যাচ শেষ করে দিতে না পারলে এমনটাই ঘটে। শারীরিক ও মানসিকভাবে  চাঙ্গা হয়ে উঠতে আমরা একটা বিরতি পাচ্ছি।’</p> <p>ষাট মিনিটের সময় আর্জেন্টাইন রদ্রিগো দ্য পলের গোলে সমতা ফেরায় অ্যাতলেতিকো, আর ৯৬ মিনিটে বদলি খেলোয়াড় আলেকজান্ডার সোরলথের লক্ষ্যভেদে বিজয় উৎসবে মাতোয়ারা হয় সিমিওনের শিষ্যরা। খেলার অন্তিম বেলায় প্রতিপক্ষের জালে গোল উৎসব করা যেন অভ্যাস বানিয়ে ফেলেছে অ্যাতলেতিকো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৩ ম্যাচে নববই মিনিট কিংবা এর পরে গোল করল তারা। কাতালান দুর্গ জয় করে ৪১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থেকে বড়দিন উদযাপন করবে অ্যাতলেতিকো। ওদিকে প্রথম দিকে অনেকটা সময় শীর্ষে থাকা বার্সা এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে। গতকাল রাতে সেভিয়ার বিপক্ষে জিতে থাকলে রিয়ালও পেছনে ফেলবে বার্সাকে।</p> <p>প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৫-১ গোলে জিতেছে আর্সেনাল। জার্মান বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে একই ব্যবধানে হারিয়েছে লেভারকুসেন। ইতালিয়ান লিগের শীর্ষে থাকা নাপোলি ২-১ ব্যবধানে হারিয়েছে জেনোয়াকে। ইএসপিএন</p> <p> </p> <p> </p> <p> </p>