কেন ব্যর্থ হলো আলিয়ার জিগরা

গল্পের প্লট ভালো, পর্দায় আলিয়া ভাটের মতো অভিনেত্রী। যাঁর ক্যারিয়ারে ফ্লপ হাতে গোনা। ‘জিগরা’ নিয়ে দর্শক তো বটে, হল মালিকদের প্রত্যাশাও ছিল বেশ। কিন্তু ১১ অক্টোবর মুক্তির পর রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বসন বালার ছবিটি। মুক্তির আগে বিপুল আলোচনায় থাকার পরও কেন বক্স অফিসে ব্যর্থ হয়েছে ছবিটি? কারণ খুঁজেছেন কামরুল ইসলাম

সম্পর্কিত খবর

শুভ জন্মদিন

শেয়ার

স্টার অব দ্য উইক : মেহজাবীন চৌধুরী

শেয়ার

ডলি জহুরের ক্যারিয়ারসেরা দশ

রঙের মেলার নিয়মিত আয়োজন ‘সেরা ৫’-এ শিল্পীরা তাঁদের ক্যারিয়ারের সেরা পাঁচটি কাজের গল্প বলেন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশক ধরে অভিনয় করেছেন ডলি জহুর। তাঁকে ‘সেরা ৫’-এ আটকে রাখা যায়নি। ক্যারিয়ারসেরা নিজের প্রিয় দশটি কাজের গল্প বলেছেন একুশে পদকজয়ী এই অভিনেত্রী। শুনেছেন হৃদয় সাহা
শেয়ার

স্টার অব দ্য উইক

শেয়ার

সর্বশেষ সংবাদ